ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার হজ ক্যাম্পে সর্বোচ্চ নিরাপত্তা, টিকেট নিয়ে সিন্ডিকেট বাণিজ্য নয়

প্রকাশিত: ০৫:৫৭, ১৪ জুলাই ২০১৬

এবার হজ ক্যাম্পে সর্বোচ্চ নিরাপত্তা, টিকেট নিয়ে সিন্ডিকেট বাণিজ্য নয়

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গী হামলার প্রেক্ষাপটে এবার হজ ক্যাম্পে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। হজ এজেন্সিগুলোকে পাসসহ ভিতরে প্রবেশ করতে দিলেও হজযাত্রীদের আত্মীয়-স্বজনদের হজ ক্যাম্পে ভিড় করার সুযোগ দেয়া হবে না। হজ টিকেট নিয়ে কোন সিন্ডিকেট বাণিজ্য হবে না। বেসামরিক বিমানমন্ত্রী রাশেদ খান মেনন এমনই তথ্য প্রকাশ করলেন। বুধবার বিকেলে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় হজ ব্যবস্থাপনা নিয়ে এসব সিদ্ধান্তের কথা জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩ আগস্ট আশকোনায় হজ ক্যাম্পের উদ্বোধন করবেন জানিয়ে বিমানমন্ত্রী বলেন, ৪ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ৫ আগস্ট সৌদিয়া এয়ারলাইন্স প্রথম ফ্লাইট পরিচালনা করবে। হজ প্রস্তুতি সভার কাজ শেষ করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, আশা করছি প্রতিবারের মতো এবারও সফলভাবে হজ ব্যবস্থাপনার কাজ শেষ করতে পারব। এবার শর্ট প্যাকেজ বলে কিছু থাকছে না। সবাইকে কমপক্ষে ৩০ দিনের প্রস্তুতি নিয়ে যেতে হবে। এর বাইরে কোন শর্ট প্যাকেজ হবে না। সার্বিক নিরাপত্তা নিয়ে মন্ত্রী বলেন, সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এবার হজ ক্যাম্পে সব থেকে বেশি নিরাপত্তা থাকবে। হজ এজেন্সিগুলোকে পাসসহ সেখানে যেতে হবে। এর বাইরে আত্মীয়-স্বজনকে নিয়ে এবার ভিড় করার জায়গা থাকবে না। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। হজ যাত্রীদের বিমানবন্দরে নেয়ার জন্য বিমান ও সৌদিয়া এয়ারলাইন্সকে বলা হয়েছে। হজ ফ্লাইটে টিকেট সিন্ডিকেটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, ধর্ম সচিব ও বিমান সচিব বিষয়টি দেখছেন। বিমান ও সৌদিয়া এয়ারলাইন্সকে এ বিষয়ে বলে দেয়া হয়েছে। হজ টিকেট নিয়ে যেন কোন সিন্ডিকেট বাণিজ্য না হয়, এভাবে বলে দেয়া হয়েছে। দুই সচিব এটা মনিটর করবেন। সব জায়গায় এজেন্সি বাড়াতে বলা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর (৯ জিলহজ) হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিমান সচিব এসএম গোলাম ফারুক, ধর্মসচিব আব্দুল জলিল, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।
×