ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শতাধিক এ্যালবাম নিয়ে আসছে জি-সিরিজ অগ্নিবীণা

প্রকাশিত: ০৪:০৫, ২৬ জুন ২০১৬

শতাধিক এ্যালবাম নিয়ে আসছে জি-সিরিজ অগ্নিবীণা

স্টাফ রিপোর্টার ॥ মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উপলক্ষে দেশের অডিও বাজারে নতুন এ্যালবাম প্রকাশের হিড়িক পরে যায়। এই উৎসবকে ঘিরে দেশের অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্যসংখ্যক নতুন এ্যালবাম প্রকাশ করে থাকে। তবে এসব এ্যালবামের বেশির ভাগই শ্রোতাপ্রিয়তা অর্জন ব্যর্থ হয়। তারপরও প্রতি ঈদেই আসে নতুন নতুন এ্যালবাম। ঈদ উৎসবকে রাঙিয়ে তুলতে প্রতিবারের মতো এবারেও জি-সিরিজ ও অগ্নিবীণা প্রকাশ করতে যাচ্ছে শতাধিক নতুন এ্যালবাম। নবীন-প্রবীণ শিল্পীদের নিয়ে তৈরি নতুন এই এ্যালবামগুলোর মধ্যে আছে বেশকিছু একক, মিশ্র ও ব্যান্ড এ্যালবাম, বাংলা চলচ্চিত্রের গানের অডিও, নাটক, মিউজিক ভিডিও সিডি ও বাংলা চলচ্চিত্রের ভিডিও সিডি প্রভৃতি। প্রকাশিত ও অপ্রকাশিত এ্যালবামগুলো হলোÑ ফাহমীদা নবীর একক ‘সাদাকালো’, এস আর সুমনের একক ‘মনের ঘরে’, মাজহারুল আলমের একক ‘প্রবাসীর প্রিয়তমা’, আরডি হিল্লোলের মিশ্র এ্যালবাম ‘তুমি হৃদয়জুড়ে’, সাজুর একক ‘সাজু মেলা’, কুমকুমের একক ‘আমার আমি’, অনুরূপ আইচের কথায় মিশ্র এ্যালবাম ‘অনুরূপ আইচের গান’, মিশ্র এ্যালবাম ‘আর্তনাদ-২’, ব্যান্ড মিশ্র ‘ব্লু প্রিন্ট’, এফএ সুমনের ‘বধূয়া’, ‘প্রেমের একক ছুটির দিনে’, সন্দীপনের একক ‘চিটাগংয়ের গান-১’, হাসান সিদ্দিকীর একক ‘চোখের জল’, হিমেল হাসানের ‘চন্দ্র গ্রহণ’, শাওন দাসের একক ‘দীপ কোপালী’, মিশ্র এ্যালবাম ‘এক চিলতে আকাশ’, স্বপ্নীল সজীব ও তুলিকার এ্যালবাম ‘এপার ওপার’, ‘হিট এ্যালবাম-৫’, সঞ্জয় শীলের মিশ্র এ্যালবাম ‘জীবনগাড়ি, তানভীর আলম সজীবের একক ‘লাটিম’, রাজিব শাহের একক ‘মানব জনম’, মিশ্র এ্যালবাম ‘মেঘবতী মেয়ে’, মিতু কর্মকারের একক ‘মিতু কর্মকার’, মঞ্জু রশিদের একক ‘নীড়ের পাখি’, সাগর বাউলের একক ‘নিত্য জ্ঞান’, চঞ্চল খানের একক ‘ও ভাই কানাই’, ফজলুল কবিরের একক ‘ওগো মিষ্টি মেয়ে’, মিশ্র এ্যালবাম ‘পোলাপাইন-৩৬০’, দিঠি অনোয়ারের একক ‘পোড়াচোখ, ভবর একক ‘আমি যদি ভব হতাম’, অভিষেক ফিচারিং ‘রাত’, ব্যান্ড এ্যালবাম সময়ের ‘কারাগার’, তানজিনা তমার একক ‘সুরের বাঁধনে’, ওয়াসিম পাগলার একক ‘তোমার কাছে যাবো’ ও ইমরানের একক ‘তুমি বলো’ বৃষ্টি প্রভৃতি। এদিকে জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত হয়েছে ফাহমিদা নবীর একক এ্যালবাম ‘সাদা কালো’। সম্প্রতি রাজধানীর বেইলি রোডের ক্যাফে থাট্রিথ্রিতে এ্যালবামটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চয়নিকা চৌধুরী, শান, দেবলীনা সুর, শেখ মহসীন ও জি-সিরিজ অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ প্রমুখ।
×