নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের ডিএনডি’র ইনটেক খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ডিএনডি’র খাল থেকে ২৪-২৫ বছরের অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার নাক দিয়ে রক্ত বের হয়েছে। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি হত্যাকান্ড। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিদ্ধিরগঞ্জে নারীর লাশ উদ্ধার
প্রকাশিত: ২৩:২০, ২৪ জুন ২০১৬
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: