ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলা প্রথম পত্র

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৫, ২১ জুন ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২৬. ‘কারো কাছে যা পাই না, তুমি তা দেবে কেন?’ এ উক্তির অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করে পাওয়া যায়- র. মমতাদির ভালোবাসা পাওয়ার আকাক্সক্ষা ছিল রর. মমতাদি তার স্বামীর কাছে নির্যাতিত হতো ররর. ছোট ছেলেটি মমতাদিকে ভালোবেসেছিল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৭. হায়াৎ মামুদ কতগুলো গ্রন্থের রচয়িতা? ক) অর্ধ শতাধিক খ) শতাধিক গ) দুইশত ঘ) তিনশত ২৮. নাটকের আখ্যান ভাগকে কী বলে? ক) প্লট খ) চিন্তা গ) পরিস্ফুটন ঘ) মঞ্চায়ন ২৯. হরহর কয় মাস অন্তর বেতন পায়? ক) চার-পাঁচ মাস খ) তিন-চার মাস গ) এক-দুই মাস ঘ) দুই-তিন মাস ৩০. ‘পুষ্পে, পত্রে, গন্ধে, মাল্যে কলরবে মনে হইল না এ কোন শোকের ব্যাপার’ - এখানে বোঝানো হয়েছে- র. শোকের অনুপস্থিতি- রর. শবযাত্রার আড়ম্বর- ররর. সৎকারের ব্যাপকতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩১. নিরূপমার নিত্যক্রিয়ার মধ্যে যা দাঁড়িয়েছে, তা হলো - র. শাশুড়ির কথা অমান্য করা- রর. পিতৃগৃহের নিন্দা শোনা- ররর. ঘরের দ্বার দিয়ে অশ্রুবিসর্জন- নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩২. মোতাহের হোসেন চৌধুরীর গদ্যে কার প্রভাব লক্ষণীয়? ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ) প্রমথ চৌধুরীর গ) সৈয়দ মুজতবা আলীর ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ৩৩. একাত্তরের দিনগুলি স্মৃতিচারণমূলক রচনায় সারা দিনভর একটানা বৃষ্টি হয়েছিল কী বারে? ক) শনিবারে খ) রোববারে গ) সোমবারে ঘ) মঙ্গলবারে ৩৪. ‘জাতীয় অধ্যাপক’ কার উপাধি? ক) প্রমথ চৌধুরী খ) কবীর চৌধুরী ‘ গ) মুনীর চৌধুরী ঘ) মীর মশাররফ ৩৫. অভাগীর শবদাহের জন্যে রসিক বেলগাছ কাটতে গেলে দারোয়ান বাধা দিল কেন? ক) দুলের মৃতদেহ পোড়ানোর নিয়ম নেই বলে খ) শাস্ত্রমতে বেলগাছ কাটা পাপ বলে গ) রসিকের খাজনা বাকি ছিল বলে ঘ) গাছটা জমিদারের ছিল বলে ৩৬. বাংলা নববর্ষ উৎসব - র. বাংলা ভাষাভাষীর রর. বাংলাদেশে বসবাসকারীর ররর. দীন দরিদ্র কৃষকের নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. জাহানারা ইমাম কোন কলেজ থেকে বি.এ পাস করেন? ক) ইডেন খ) বদরুন্নেসা গ) লেডি ব্রেবোর্ন ঘ) হলিক্রস ৩৮. ‘বই পড়া’ কোন ধরনের রচনা? ক) অভিসন্দর্ভ খ) ছোটগল্প গ) উপন্যাস ঘ) প্রবন্ধ ৩৯. পেয়াদাদের সম্পর্কে কোন কথা কর্তার গোচর করতে পারলে তার প্রতিবিধান হবে বলে কাঙালীর বিশ্বাস? ক) অত্যাচারের কথা খ) ঘুষ নেয়ার কথা গ) খাজনা চুরির কথা ঘ) কাজকর্মে ফাঁকি দেয়ার কথা ৪০. জমিদারের দারোয়ান ছিল - ক) হিন্দুস্থানি খ) বাঙালি গ) পাকিস্তানি ঘ) পাঞ্জাবি সঠিক উত্তর: ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (ক) ২৯. (ঘ) ৩০. (খ) ৩১. (খ) ৩২. (খ) ৩৩. (খ) ৩৪. (খ) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (গ) ৩৮. (ঘ) ৩৯. (খ) ৪০. (ক)
×