ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেকারি পণ্যের ওপর প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ০৫:১৯, ২০ জুন ২০১৬

বেকারি পণ্যের ওপর প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেকারি শিল্পে উৎপাদিত পণ্যের ওপর প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ব্রেড-বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি জালাল উদ্দিন বলেন, ‘শ্রমঘন ও কৃষিভিত্তিক ক্ষুদ্রশিল্প হিসেবে বেকারি শিল্প সব সময়ই ভ্যাটের আওতামুক্ত ছিল। ২০১৫-১৬ অর্থবছরেও হস্তচালিত বেকারিতে প্রস্তুত রুটি, বিস্কুট ও কেক প্রতিকেজি ১০০ টাকা পর্যন্ত ভ্যাটমুক্ত ছিল অথচ ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে এ ব্যবস্থা তুলে দেয়ার প্রস্তাব করা হয়েছে।’ তিনি অভিযোগ করেন, বেকারি শিল্পে ভ্যাট আরোপ করা মানে গরিব মানুষের খাবারের ওপর ভ্যাট আরোপ করা। বেশি দামে অনেকে কিনতে চাইবে না বেকারির পণ্য। এর ফলে চরম হুমকির মুখে পড়বে এ শিল্প। এরই মধ্যে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে শত শত বেকারি। এর ফলে বেকার হবেন লাখ লাখ শ্রমিক। এ সময় তিনি সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বেকারি শিল্পের ওপর ভ্যাট প্রত্যাহার না করলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’ সংবাদ সম্মেলনে ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি হাজী মোশারফ হোসেন, আব্দুল কাইয়ূম জজ, গোলাম ফারুক তালুকদার, মোহাম্মাদ বোরহান উদ্দীন প্রমুখ।
×