ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাজেট পরবর্তী পুঁজিবাজারে লেনদেনে খরা

প্রকাশিত: ০৪:২৪, ৭ জুন ২০১৬

বাজেট পরবর্তী পুঁজিবাজারে লেনদেনে খরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রভাব প্রচ-ভাবে পড়েছে দেশের পুঁজিবাজারে। বাজেট পরবর্তী দুই কার্যদিবসেই সূচক ও লেনদেন ব্যাপকভাবে কমেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ২৫ কোটি ২৪ লাখ টাকা কমে ৩০০ কোটি টাকার নিচে নেমে গেছে। যদিও গত রবিবারে আগের দিনের চেয়ে বেশি হারে লেনদেন কমেছিল। একদিনেই লেনদেন কমেছিল ১৮৫ কোটি টাকা কম। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ২৮২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩০৭ কোটি ৮৭ লাখ টাকা। আগের দিনের চেয়ে ৮ শতাংশ লেনদেন কমেছে। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর। সকালে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে প্রধান বাজারে লেনদেন শুরু হয়। সারাদিন সূচকের ওঠানামা শেষেও বাজার ঘুরে দাঁড়াতে পারেনি। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪১০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৩৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, তিতাস গ্যাস, খান ব্রাদাস পিপি ওভেন ব্যাগ, ফার কেমিক্যাল, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানি লিমিটেড, ইবনে সিনা, ডরিন পাওয়ার ও তসরিফা ইন্ড্রাস্টিজ। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- অগ্রণী মিউচুয়াল ফান্ড, পিপলস ইন্স্যুরেন্স, ইবনে সিনা, ফার কেমিক্যাল, এনসিসি মিউচুয়াল ফান্ড, তিতাস গ্যাস, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, প্রাইম টেক্সটাইল, তসরিফা ইন্ড্রাস্টিজ ও শাহজিবাজার পাওয়ার। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- এআইবিএল১ম মিউচুয়াল ফান্ড, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ঝিল বাংলা সুগার, দুলা মিয়া কটন, জুটস স্পিনার্স, লাফার্জ সুরমা সিমেন্ট, এটলাস বাংলাদেশ, মেঘনা পেট, আরএন স্পিনিং ও এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৭২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড এয়ার, ইউনাইটেড পাওয়ার, ফার কেমিক্যাল, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, তিতাস গ্যাস ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
×