ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিলের কোপা আমেরিকা দলে কাকা

প্রকাশিত: ২০:১৪, ২৭ মে ২০১৬

ব্রাজিলের কোপা আমেরিকা দলে কাকা

অনলাইন ডেস্ক॥ হঠাৎ করেই ব্রাজিল দলে সুযোগ পেলেন কাকা। বিশেষ কোপা আমেরিকার জন্য ঘোষিত দলে ছিলেন না এই অভিজ্ঞ মিডফিল্ডার। তবে দগলাস কস্তার চোট আবার বিখ্যাত হলুদ জার্সি পরার সুযোগ করে দিয়েছে কাকাকে। একসময় এসি মিলান, রিয়াল মাদ্রিদের মতো বিশ্বখ্যাত ক্লাবে খেললেও এখন কাকার ঠিকানা মেজর লিগ সকারের অরল্যান্ডো সিটি। যুক্তরাষ্ট্রে মোটামুটি ভালো খেললেও জাতীয় দলে অনেক দিন ধরেই তিনি অনিয়মিত। গত মার্চে অবশ্য বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলে তাঁর নাম ছিল। কিন্তু উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে কোনো ম্যাচেই মাঠে নামার সুযোগ হয়নি। আগামী ৩ জুন থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকা শতবার্ষিকীতেও প্রথমে কাকাকে বিবেচনা করেননি ব্রাজিলের কোচ দুঙ্গা। তবে বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার কস্তার বাঁ উরুর চোট আবার জাতীয় দলে ফিরিয়ে এনেছে সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলারকে। সেটা একদিক দিয়ে ভালোই হয়েছে ব্রাজিলের জন্য। কারণ, এই কোপা আমেরিকার জন্য তারুণ্যনির্ভর দল গড়েছেন দুঙ্গা। এমনকি নেইমারকেও দলে রাখেননি তিনি। কাকার বিশাল অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রে তাঁর কাজে আসবেই। এটা ব্রাজিল দলে দ্বিতীয় পরিবর্তন। দগলাস কস্তার আগে স্ট্রাইকার রিকার্ডো অলিভেইরাও চোটের কারণে ছিটকে পড়েছেন দল থেকে। তাঁর জায়গায় বেনফিকার জোনাসকে নিয়েছেন দুঙ্গা। কোপা আমেরিকার ‘বি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর, হাইতি ও পেরু। আগামী রোববার ডেনভারে পানামার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মার্কিন অভিযান। কোপা আমেরিকায় ব্রাজিল দল : গোলরক্ষক : অ্যালিসন, দিয়েগো আলভেস, এদারসন। ডিফেন্ডার : মিরান্দা, জিল, মার্কিনোস, রদ্রিগো কাইয়ো, দানি আলভেজ, ফিলিপে লুইস, ফাবিনিয়ো, দগলাস সান্তোস। মিডফিল্ডার : লুইজ গুস্তাভো, এলিয়েস, রেনাতো অগুস্তো, ফিলিপ্পে কতিনিয়ো, লুকাস লিমা, উইলিয়ান, কাসেমিরো, রাফিনিয়া আলকান্তারা, কাকা। স্ট্রাইকার : হাল্ক, গ্যাব্রিয়েল, জোনাস।
×