ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যশোরে যৌতুকের জন্য গৃহবধূ খুন

প্রকাশিত: ০৬:৩২, ৫ মে ২০১৬

যশোরে যৌতুকের জন্য গৃহবধূ খুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়ায় জান্নাতী খাতুন (২৩) নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য মারপিট করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হত্যার পর তার মুখে বিষ ঢেলে দেয়া হয়। মঙ্গলবার রাতে ওই গৃহবধূকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর গৃহবধূর মৃত্যু হয়। বুধবার দুপুরে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মৃত জান্নাতী খাতুন বাঘারপাড়ার গরীবপুর গ্রামের পূর্বপাড়ার আবদুর রহিমের স্ত্রী ও একই উপজেলার জয়নগর গ্রামের বজলুর রহমানের মেয়ে। নিহতের ভগ্নিপতি মোহাম্মদ ইসলাম জানান, যৌতুকের বিভিন্ন সময় জান্নাতী খাতুনকে তার স্বামী আব্দুর রহিম মারপিট করতেন। সর্বশেষ রহিম মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা চায়। ধারদেনা করে জান্নাতীর বাবা বজলুর রহমান দুই লাখ টাকাও দেন। কিন্তু রহিমের বক্তব্য মালয়েশিয়া যেতে পাঁচ লাখ টাকা প্রয়োজন। তাই আরও টাকা দাবি ছিল তার। এ অবস্থায় বাবার বাড়ি থেকে টাকা আনতে পারবে না বলে জানালে জান্নাতীর ওপর নির্যাতন করা হয়। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যার দিকে মারপিট করে মুখে বিষ ঢেলে দেন। প্রতিবেশীরা উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাতে তিনি মারা যান।
×