ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক মাসে চারবার

সুন্দরবনে ফের আগুন ॥ তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ০৭:৫৩, ২৮ এপ্রিল ২০১৬

সুন্দরবনে ফের আগুন ॥ তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের অদূরে পঁচিশ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় আবারও আগুন লেগেছে। বুধবার বিকেলে চাঁদপাই রেঞ্জের এসিএফ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এই নিয়ে এক মাসে সুন্দরবনে এটি চতুর্থ দফায় অগ্নিকা-। স্থানীয়দের সহায়তায় ফায়ার লাইন কেটে বন বিভাগ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বুধবার সন্ধ্যায় বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনে কতখানি বনভূমি পুড়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি বন বিভাগ। ঘটনাস্থল থেকে সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম জানান, বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে ধানসাগর স্টেশনের পাশে কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় ধোঁয়ার কু-লী দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বন কর্মীরা। পরে তারা এলাকাবাসীর সহায়তায় ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বনসংলগ্ন ধানসাগর ইউপি সদস্য জাকির হোসেন বলেন, লোকালয়ের ওয়াপদা বেড়িবাঁধের ওপর দাঁড়িয়ে আগুনের কু-লী দেখে মনে হচ্ছে, গত কয়েকবারের লাগা আগুনের চেয়ে এবার বড় ধরনের অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। লোকালয় হতে আড়াই থেকে তিন কিমি বনের ভেতর এ আগুন লেগেছে। এদিকে চতুর্থবার আগুন লাগার ঘটনায় চাঁদপাই রেঞ্জের এসিএফ বেলায়েত হোসেনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুলনাঞ্চলের বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। জহির উদ্দিন বলেন, ‘বার বার আগুন লাগার ঘটনায় স্থানীয় ১১ চোরাকারবারির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করায় পরিকল্পিতভাবে আবারও তারাই এই আগুন লাগিয়েছে। সুন্দরবন ধ্বংস করতে চক্রটি একের পর এক নাশকতা চালাচ্ছে।’
×