ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টেকনাফে প্রধান সড়কে পানের হাট, স্থানীয়দের দুর্ভোগ

প্রকাশিত: ২০:০৪, ৩১ মার্চ ২০১৬

টেকনাফে প্রধান সড়কে পানের হাট, স্থানীয়দের দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ প্রধান সড়ক ঘেঁসে পান বিকিকিনির কারণে টেকনাফ পৌর এলাকায় প্রতিদিন ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ পথচারী থেকে শুরু করে আশঙ্কাজনক রোগী বহনকারী গাড়ি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, দেশী-বিদেশী পর্যটকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। পান ব্যবসায়ীগণ বলছেন আমরা দীর্ঘদিন ধরে এখানে পান বেচা-কেনা করে আসছি, সরে যাওয়ার জায়গা নেই। পান বোঝাই ছোট-বড় গাড়ি, বড় খাঁচা ও ট্রাক মিলে প্রধান সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। অনেক সময় একটা গাড়ি যানজট মুক্ত হতে ১-২ ঘন্টা লেগে যায়।
×