ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সামিট পাওয়ারের সঙ্গে একীভূত হচ্ছে তিন সহযোগী প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৪:২১, ১৭ মার্চ ২০১৬

সামিট পাওয়ারের সঙ্গে একীভূত হচ্ছে তিন সহযোগী প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের সঙ্গে একীভূত হচ্ছে একই গ্রুপের ৩ সহযোগী প্রতিষ্ঠান। এগুলো হলো- সামিট পূর্বাঞ্চল পাওয়ার লিমিটেড, সামিট উত্তরাঞ্চল পাওয়ার লিমিটেড ও সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেড। এর মধ্যে সামিট পূর্বাঞ্চল পাওয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি। ২০১৩ সালে এ কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। একীভূত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে। কোম্পানিগুলোর একীভূত হওয়ার বিষয়টি উচ্চ আদালত এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। এদিকে একীভূতকরণে শেয়ার বিনিময় হারও পরিচালনা পর্ষদের বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, উত্তরাঞ্চল পাওয়ার কোম্পনি ও সামিট নারায়ণগঞ্জ পাওয়ার কোম্পানির ১টি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের যথাক্রমে ১.৩০৯টি, ১.৬৬৮টি ও ১.৪৭৫টি শেয়ার দেয়া হবে। ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে কোম্পানিগুলোর ওয়েটেড এভারেজ সম্পদ মূল্যের ভিত্তিতে শেয়ারের এ বিনিময় হার নির্ধারণ করা হয়েছে। এদিকে একীভূতকরণের প্রস্তাব অনুমোদনে কোম্পানি আইন ১৯৯৪ এর ২২৮ ও ২২৯ ধারা অনুযায়ী তা অনুমোদনে উচ্চ আদালতে উপস্থাপন করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
×