ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৪৫, ১২ মার্চ ২০১৬

নবম-দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৬.বখতিয়ার খলজি অধিকৃত অঞ্চলে দুর্গ নির্মাণের যথার্থ কারণ কোনটি? ক) যুদ্ধ করার জন্য খ) শত্রুদের আক্রমণের জন্য গ) রাজ্য রক্ষার জন্য ঘ) আত্মরক্ষার জন্য ১৭.হুসেন শাহ ধর্মীয় উদারতা দেখান- র. বিশৃঙ্খলা দূর করতে রর. শান্তিপূর্ণ রাজ্য প্রতিষ্ঠায় ররর. প্রজাদের সুখ শান্তি প্রদান করতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৮.ইসলাম খান কখন ঢাকায় প্রবেশ করেন? ক) ১৬১০ খ্রিস্টাব্দে খ) ১৬১১ খ্রিস্টাব্দে গ) ১৬১২ খ্রিস্টাব্দে ঘ) ১৬১৩ খ্রিস্টাব্দে ১৯.ফারাজ পরী বিবির মাজার দেখতে যেতে চায়। সে যাবে- র. শায়েস্তা খানের নির্মিত দুর্গে রর. লালবাগ কেল্লায় ররর. বড় কাটরায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২০.দেশপ্রেম গড়ে ওঠে কীভাবে? ক) জাতীয়তাবোধের মাধ্যমে খ) সামাজিক মর্যাদার মাধ্যমে গ) জাতীয় সম্পতির মাধ্যমে ঘ) সামাজিক ভূ-সম্পত্তির মাধ্যমে ২১.প্রথমদিকে বার ভূইয়াদের নেতা ছিলেন কে? ক) ঈসা খান খ) চাঁদ রায় গ) কেদার রায় ঘ) বীর হামির ২২.স্বাধীন বাংলার মুসলমান সুলতানদের প্রথম রাজধানী হিসেবে নিচের কোনটি সমর্থযোগ্য? ক) গৌড় খ) পাণ্ডুয়া গ) পুণ্ড্রনগর ঘ) সোনারগাঁ ২৩.সুপণ্ডিত কথাটি কার ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত? ক) বাহরাম খান খ) তুঘার খান গ) গিয়াসউদ্দীন ঘ) সিরাজউদ্দীন ২৪.গোপালের পিতামহের নাম কী? ক) দয়িতবিষ্ণু খ) চুণ্ডাদেবী গ) গ্রহবর্মণ ঘ) গৌতম ২৫.প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কোনটি? ক) গৌড় খ) হরিকেল গ) বঙ্গ ঘ) পুণ্ড্র ২৬.ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে বাংলায় বৈপ্লবিক পরিবর্তন আসে কেন? ক) মুসলমানদের বঙ্গ বিজয়ের ফলে খ) এটি পালদের রাজধানী ছিল বলে গ) এটি বখতিয়ার খলজির রাজধানী ছিল বলে ঘ) এখানে ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি ছিল বলে ২৭.মধ্যযুগের বাংলার হিন্দুদের সমাজব্যবস্থায় সর্বনিম্নের স্তরে কারা ছিল? ক) কায়স্থরা খ) শূদ্ররা গ) বৈশ্যরা ঘ) ব্রাহ্মণরা ২৮.স্বপন তার ইতিহাস বই থেকে জানতে পারলো বাংলার ‘ক’ সাম্রাজ্য আস্তে আস্তে বহু স্বাধীন খণ্ড খণ্ড অংশে বিভক্ত হয়ে যায়। এর জন্য দায়ী ছিল- ক) উত্তরসূরিদের দুর্বলতা খ) প্রভুত্ব গ্রহন করা গ) অধীনতা স্বীকার ঘ) প্রজাদের স্বাধীনতা ২৯.ইতিহাসের লিখিত উপাদান কীভাবে জীবনযাত্রার সঠিক চিত্র তুলে ধরতে পারে? ক) পূর্ণাঙ্গ ঐতিহাসিক তথ্য প্রদান করার মাধ্যমে খ) এগুলো জাদুঘরে সংরক্ষিত করার মাধ্যমে গ) স্বল্প পরিমাণ তথ্য প্রদান করার মাধ্যমে ঘ) অপূর্ণাঙ্গ তথ্য প্রদান করার মাধ্যমে ৩০.গুপ্তযুগের পূর্বে প্রাচীন বাংলার ইতিহাস রচনার উপাদান পাওয়া যায় না কেন? ক) ইতিহাস রচনার অভ্যস্ত ছিল না খ) ইচ্ছা ছিল না গ) লেখার উপকরণ ছিল না ঘ) সংরক্ষনের সুবিধা ছিল না ৩১.মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? ক) মাগুরা খ) রংপুর গ) কুমিল্লা ঘ) বগুড়া ৩২.সপ্তম শতকে বাংলার ইতিহাসে শশাঙ্ক একটি গুরুত্বপূর্ণ নাম কীভাবে? ক) স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা খ) অধিক শক্তিশালী শাসক গ) প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম নরপতি ঘ) ধর্ম বিদ্বেষী ৩৩.তামার পাতেই খোদাই করা রাজার বিভিন্ন ঘোষণা বা নির্দেশকে কী বলা হতো? ক) রাজাজা খ) রাজনির্দেশ গ) তাম্র শাসন ঘ) তাম্র খোদাই ৩৪.দাউদ খান কররাণী কোন উপাধি গ্রহণ করেন? ক) সুলতান খ) আদিল গ) বাদশাহ ঘ) মালিক ৩৫.বল্লাল সেন শেষ জীবন অতিবাহিত করেন কীভাবে? ক) বানপ্রস্থ অবলম্বন করে খ) ত্রিবেনীতে বিলাসীভাবে গ) যাগ-যজ্ঞের মাধ্যমে ঘ) ধ্যানমগ্ন অবস্থায় ৩৬.কিসের জল ধর্মপ্রাণ হিন্দুদের নিকট পবিত্র ছিল? ক) যমুনার খ) গঙ্গার গ) মেঘনার ঘ) পদ্মার ৩৭.প্রাচীন বাংলা জনপদগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ? র. পুণ্ড্র রর. গৌড় ররর. বঙ্গ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) রর ও ররর ৩৮.প্রাচীন বাংলার মুদ্রার মধ্যে সবচেয়ে কম মানের ছিল কোনটি? ক) টাকা খ) কড়ি গ) পয়সা ঘ) আনা ৩৯.সুখরাত্রিব্রত পালিত হতো কোন মাসে? ক) মাঘ খ) চৈত্র গ) আষাঢ় ঘ) কার্তিক ৪০.ইসলাম শাহের রাজত্বকালে তাজ খান কররাণী সুনাম অর্জন করেছিলেন- র. কূটনৈতিক পরামর্শের কারণে রর. দক্ষ সেনা নৈপুণ্যতার কারণে ররর. কদর খানকে হত্যা করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪১.বলেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে নিচের কোন জনপদটি ছিল? ক) পুণ্ড্র খ) বঙ্গ গ) গৌড় ঘ) চন্দ্রদ্বীপ ৪২.মৌখরীরাজ গ্রহবর্মণকে পরাজিত করেন কে? ক) চন্দ্রগুপ্ত মৌর্য খ) শশাংক গ) দেবগুপ্ত ঘ) সমুদ্রগুপ্ত ৪৩.প্রাচীন যুগে বাংলার ধর্মজীবনে কেমন ছিল? ক) অনুন্নত খ) উন্নত গ) ভঙ্গুর ঘ) দুর্বল ৪৪.আমাদের ভাষা আন্দোলনের প্রতীক হলো আমাদের জাতীয় শহীদ মিনার। জাতীয় শহিদ মিনার ঐতিহাসের কোন ধরনের উপাদান? ক) লিখিত উপাদান খ) অর্ধ-লিখিত গ) সাহিত্যিক উপাদান ঘ) প্রতœতাত্বিক উপাদান ৪৫.বখতিয়ার খলজি গজনীতে আসেন কেন? ক) যুদ্ধ করতে খ) জ্ঞানার্জন করতে গ) ধর্মপ্রচার করতে ঘ) জীবিকার সন্ধানে ৪৬.গৌড় জনপদটি পরিচিতি লাভ করে কেন? ক) রাজাদের গৌড়েশ্বর উপাধির জন্য খ) গৌড় নামে একটি উঁচু পাহাড় ছিল বলে গ) গৌড় নামে একজন রাজা ছিল বলে ঘ) গৌড়ের প্রাচীন শিলালিপি পাওয়া যায় বলে উদ্দীপকটি পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: রায়পুর ইউনিয়নের নির্বাচনে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে অংশগ্রহণ করে। এদের মধ্যে মতি হাওলাদার প্রভাবশালী ব্যক্তি এবং অত্র অঞ্চলের এম.পি তার ঘনিষ্ঠ বন্ধু। মতি হাওলাদারকে পরাজিত করার জন্য এত্র এলাকার বাকি ৫ জন প্রার্থী ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে। ফলে মতি হাওলাদার ব্যপক ব্যবধানে পরাজিত হয়। ৪৭.যোগ্য উত্তরাধিকারীর অভাব গুপ্ত সাম্রাজ্যেকে বিভিন্ন অংশে বিভক্ত করে। এখানে যে বিষয়টি ফুটে উঠেছে- র. গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার ফলে স্বাধীন রাজ্যের সৃষ্টি হয় রর. সামন্ত রাজারা সংঘর্ষে জড়িয়ে পড়ে ররর. কোনো শক্তিশালী শাসক ছিল না নিচের কোনটি সঠিক? ক) ১৯৫৪ সালের খ) ১৯৭০ সালের গ) ১৯৭৪ সালের ঘ) ১৯৯০ সালের ৪৮.নিগ্রহন্ত জৈনরা সংখ্যাখরিষ্ঠ ছিল- র. সমতটে রর. বগুড়ায় ররর. পুণ্ড্রবর্ধনে নিচের কোনটি সঠিক? ক) কংগ্রেস খ) কমিউনিস্ট গ) যুক্তফ্রন্ট ঘ) মুসলিম লীগ ৪৯.হেরোডটাস কোন ক্ষেত্রে প্রথম ‘ইতিহাস’ শব্দটির ব্যবহার করেন? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৫০.প্রতœতাত্ত্বিক নিদর্শন কোন ধরনের উপাদান? ক) শিক্ষা ক্ষেত্রে খ) অর্থনৈতিক ক্ষেত্রে গ) একতাবদ্ধকরণে ঘ) রাজনৈতিক দল গঠনে সঠিক উত্তর: ১. (ক) ২. (খ) ৩. (গ) ৪. (খ) ৫. (ঘ) ৬. (গ) ৭. (গ) ৮. (ক) ৯. (গ) ১০. (ঘ) ১১. (ক) ১২. (খ) ১৩. (ঘ) ১৪. (ঘ) ১৫. (ক) ১৬. (গ) ১৭. (ঘ) ১৮. (ক) ১৯. (ক) ২০. (ক) ২১. (ক) ২২. (ক) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (ঘ) ২৬. (ক) ২৭. (খ) ২৮. (ক) ২৯. (ক) ৩০. (ক) ৩১. (ঘ) ৩২. (গ) ৩৩. (গ) ৩৪. (গ) ৩৫. (ক) ৩৬. (খ) ৩৭. (ক) ৩৮. (খ) ৩৯. (ঘ) ৪০. (ক) ৪১. (ঘ) ৪২. (গ) ৪৩. (খ) ৪৪. (ঘ) ৪৫. (ঘ) ৪৬. (ক) ৪৭. (ক) ৪৮. (খ) ৪৯. (গ) ৫০. (খ)
×