ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইইউ থেকে বেরিয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে ব্রিটেনের অটোমোবাইল শিল্প

প্রকাশিত: ০৩:৪৯, ৮ মার্চ ২০১৬

ইইউ থেকে বেরিয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে ব্রিটেনের অটোমোবাইল শিল্প

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে ক্ষতির মুখে পড়বে দেশটির অটোমোবাইল খাত। ক্ষতিগ্রস্ত হবে ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্ক। এ কারণে সম্প্রতি বিলাসবহুল রোলস-রয়েস গাড়ি নির্মাণকারী ব্রিটিশ কর্মচারীদের চাকরির বিষয়ে সতর্ক করেছে জার্মানির বিএমডব্লিউ। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বলছে, ব্রেক্সিট হলে সব দিক থেকে ব্রিটেনই ক্ষতিগ্রস্ত হবে। একদিকে অর্থনীতির বেহাল দশার মধ্যেও চাঙ্গা ইউরোপের অটোমোবাইল খাত। অন্যদিকে, ব্রেক্সিট আতঙ্কে ব্রিটেনে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ফার্মের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ইউরোপের অটোমোবাইল ইন্ডাস্ট্রি। এমন অবস্থায় অনিশ্চয়তা তৈরি হচ্ছে ব্রিটেনে কর্মরত ইউরোপের বিভিন্ন দেশের কর্মচারীদের ভবিষ্যৎ এবং ব্রিটেনে ইউরোপের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ফার্মগুলোর ভবিষ্যৎ নিয়ে। এ বিষয়ে সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড ট্রেডার্সের এক গবেষণায় দেখা গেছে, খুব কমসংখ্যক ব্যবসায়ী ব্রিটেনকে আলাদা দেখতে চান। এরইমধ্যে রোলস রয়েস গাড়ি নির্মাণকারী কর্মচারীদের চাকরির অনিশ্চয়তার বিষয়ে নোটিস দিয়েছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। অথচ, ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশে এ অঞ্চলের গাড়ির চাহিদা এতোই বেশি যে, এখানে তৈরি গাড়ির ৮০ শতাংশই বরাদ্দ থাকে রফতানির জন্য। বর্তমানে দেশটি কিছুটা ইতিবাচক প্রবৃদ্ধির ধারায় ফিরলেও ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে গেলে দেশটিতে বিনিয়োগে আগ্রহ হারাবে বিনিয়োগকারীরা। তখন কমবে উৎপাদন খাতের কার্যক্রম। আবারও নিম্নমুখী হবে ব্রিটেনের প্রবৃদ্ধি। বর্তমানে ব্রিটেনের অটোমোবাইল খাতকে ঘিরে কাজ করছে ইউরোপের অন্তত ৮ লাখ মানুষ। ঈশ্বরদী ইপিজেডে ৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগ হংকংভিত্তিক মাস্ট গ্রুপ মেসার্স হই বুন ফ্যাশনস্ লিমিটেড নামে ঈশ্বরদী রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় একটি তৈরি পোশাক শিল্প স্থাপন করতে যাচ্ছে। উল্লেখ্য, এ নিয়ে মাস্ট গ্রুপ ইপিজেডে ৪টি শিল্প স্থাপন করল এবং হই বুন ফ্যাশনস্ ঢাকা ইপিজেডের মেসার্স লেনি ফ্যাশনস্রে একটি সহযোগী প্রতিষ্ঠান। সম্পূর্ণ বিদেশী মালিকানাধীন এই কারখানায় ৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগে বার্ষিক ১ কোটি ৪০ লাখ পিস বিভিন্ন ধরনের গার্মেন্টস পণ্য উৎপাদন করবে। হই বুন ফ্যাশনস লিমিটেড কারখানায় ৩৭৫৫ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই উপলক্ষে আজ সোমবার ঢাকায় বেপজার নির্বাহী দফতরে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ও মেসার্স হই বুন ফ্যাশনস লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আব্দুল হালিম মোল্লা এবং হই বুন ফ্যাশনস লিমিটেডের পরিচালক মি. ওয়াসিম মোঃ সিদ্দিকি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার পক্ষে নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, এনডিসি, পিএসসি, সদস্য (প্রকৌশল) মোঃ মোসাদ্দেক আলী, সচিব মোঃ শওকত নবী উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি।
×