ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তৃণমূলে জ্ঞান সম্প্রসারণে বিএসইসির কমিটি গঠন

প্রকাশিত: ০৬:৩২, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

তৃণমূলে জ্ঞান সম্প্রসারণে বিএসইসির কমিটি গঠন

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৃণমূল পর্যায়ে আর্থিক সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ এগিয়ে গেলেও আর্থিক নানা ইস্যুতে সাধারণ মানুষের জ্ঞানের পরিধি ততটা বাড়েনি। আর্থিক বিভিন্ন ইস্যুতে বিশেষ করে পুঁজিবাজার বিষয়ে সাধারণ মানুষের জ্ঞানের পরিধি বিস্তৃত করার লক্ষ্যে আর্থিক জ্ঞান সংক্রান্ত কর্মসূচী (ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগাম) হাতে নিয়েছে বিএসইসি। কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ১০ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি এবং ১৫ সদস্যের পৃথক একটি টেকনিক্যাল কমিটি গঠন করেছে বিএসইসি। বিএসইসির উপ-পরিচালক (প্রশাসন) জালাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত কমিটি গঠন সংক্রান্ত অফিস আদেশ সম্প্রতি জারি করা হয়। ওই আদেশে স্টিয়ারিং কমিটি এবং টেকনিক্যাল কমিটির কর্মপরিধি নির্দিষ্ট করে দেয়া হয়েছে। আর্থিক জ্ঞান সংক্রান্ত কর্মসূচী বাস্তবায়নে ১০ সদস্যের স্টিয়ারিং কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন বিএসইসির চেয়ারম্যান। কমিটির সদস্য হিসেবে থাকবেন বিএসইসির চার কমিশনার, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের চেয়ারম্যান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, সেন্ট্রাল ডিপেজটরি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান, বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের প্রেসিডেন্ট। কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান। কমিশন প্রয়োজনে স্টিয়ারিং কমিটিতে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।
×