ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টানা চার শিরোপার পথে বেয়ার্ন

প্রকাশিত: ০৫:৫৫, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

টানা চার শিরোপার পথে বেয়ার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ টানা চতুর্থ শিরোপা জয়ের পথে বেয়ার্ন মিউনিখ। জার্মান বুন্দেসলিগার হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা শনিবার রাতে এ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক উলফসবার্গকে। বাভারিয়ানদের হয়ে গোল করেন কিংসলে কোম্যান ও রবার্ট লেভানডোস্কি। চলমান আসরে বেয়ার্নের এটি ২০ নম্বর জয়। ২৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে গত তিন আসরের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের ২২ ম্যাচে পয়েন্ট ৫১। বরাবরের মতো পরশু রাতেও ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বেয়ার্ন। তবে স্বাগতিক উলফসবার্গ প্রথমার্ধে ভালই লড়াই করে। আক্রমণে বেয়ার্ন এগিয়ে থাকলেও প্রথম ৪৫ মিনিট পেপ গার্ডিওলার শিষ্যদের আটকে রাখে স্বাগতিকরা। বিরতির পরও রক্ষণভাগের দৃঢ়তায় ম্যাচ ড্র করার স্বপ্ন বুনতে থাকে উফলসবার্গ। কিন্তু মাত্র নয় মিনিটের ঝড়ে হার মানতে হয়েছে তাদের। ম্যাচের ৬৬ মিনিটে লেভানডোস্কির শট প্রতিহত হওয়ার পর পরই বক্সের মধ্যে দারুণ প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন কোম্যান। ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন লেভানডোস্কি নিজেই। এই নিয়ে ২২ লীগ ম্যাচে ২৩ গোল করলেন পোল্যান্ডের এই তারকা স্ট্রাইকার। বর্তমানে ইনজুরি সমস্যা বেশ ভোগাচ্ছে বেয়ার্নকে। এরপরও তাদের জয়রথ ছুটছে। এই ম্যাচেও বাভারিয়ানদের হয়ে খেলতে পারেননি জেরোমে বোয়েটেং, জাভি মার্টিনেজ, হোলগার বাডস্টুবাররা। ফ্রাঙ্ক রিবেরিও খেলতে পারেননি পুরো সময়। ম্যাচের ৫৬ মিনিটে ডাচ্ তারকা আরিয়েন রোবেনের পরিবর্তে মাঠে নামেন ফরাসী রিবেরি। ম্যাচ শেষে জয়ের জন্য স্বস্তি প্রকাশ করেন বেয়ার্ন মিউনিখ কোচ পেপ গার্ডিওলা। তার মতে, চ্যাম্পিয়ন্স লীগে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের পর এটি সহজ ছিল না। সাবেক বার্সিলোনা কোচ বলেন, আমরা জানতাম জুভেন্টাস ম্যাচের পর এটি কঠিন হবে।
×