ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শীত আরও বাড়বে, ৫ দিনের মধ্যে ফের বৃষ্টি

প্রকাশিত: ০৫:৩৭, ২৩ জানুয়ারি ২০১৬

শীত আরও বাড়বে, ৫ দিনের মধ্যে ফের বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ এবার হ্রাস পেতে শুরু করেছে তাপমাত্রা। গত কয়েকদিন কুয়াশা ও ঠা-া বাতাসের কারণে দেশে অনুভূত হচ্ছে তীব্র শীত। শুক্রবার তাপমাত্রা হ্রাস পেয়ে শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। আর দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হ্রাস পেয়েই চলেছে, যা শীতের তীব্রতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে। আগামী পাঁচদিনের মধ্যে দেশে আরেক দফা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি হলে শীতের তীব্রতা আরও বেড়ে যাবে। শুক্রবার দিনভর রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং কুয়াশার দখলে। আবহাওয়া অধিদফতর জানায়, দেশের সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি কমেনি। কিন্তু হ্রাস পেয়েই চলেছে দেশের সব সেন্টারের সর্বোচ্চ তাপমাত্রা। এতে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য হ্রাস পেয়েই চলেছে। তাপমাত্রা হ্রাস পাওয়া অবস্থায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যতই হ্রাস পাবে, তত বেশি শীত অনুভূত হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৬.৬ ও সর্বনিম্ন চুয়াডাঙ্গায় ৯.৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়। অর্থাৎ বৃহস্পতিবারের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রী ও সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রী সেলসিয়াসের বেশি হ্রাস পেয়েছে। এভাবে শুক্রবার ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২০ ডিগ্রী ও ১৪ ডিগ্রী সেলসিয়াস। দেশের সব ক’টি সেন্টারের তাপমাত্রা পর্যালোচনা করলে দেখা যায়, সব ক’টি সেন্টারেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাচ্ছে। ঠা-া বাতাস ও কুয়াশার পাশাপাশি তাপমাত্রা এভাবে চলতে থাকলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শুক্রবারও সারাদেশে অনুভূত হয় তীব্র শীত। রাজধানীবাসীও কনকনে শীত থেকে রেহাই পায়নি। রাজধানীতে দিনের অধিকাংশ সময় শীত অনুভূত হয়। বেলা এগারোটার আগে সূর্যের মুখ দেখা যায়নি। দুপুরে কিছুক্ষণের জন্য সূর্য উঠলেও তেমন তেজ ছিল না। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করে দিনভর। বিকাল সাড়ে তিনটার পর রাজধানীর আকাশ যেন কুয়াশার পুরো দখলে চলে যায়। পাশাপাশি বইতে থাকে ঠা-া বাতাস। অধিকাংশ লোকজনকে দিনভর গরম কাপড় ব্যবহার করতে দেখা গেছে। নগরীর শীতবস্ত্রের দোকানগুলোতে ছিল উপচেপড়া ভিড়। শীতবস্ত্রের দামও বেড়ে গেছে কয়েকগুণ। শীত বস্ত্রের দোকানগুলোতে মানুষের ঢল নামে। এ সুযোগে বেড়ে যায় গরম কাপড়ের দাম। এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ওই মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ওই মাসের প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা/ মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা আছে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১/২ দিন বজ্রঝড় হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।
×