ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডলার-ইউয়ানের বিপরীতমুখী যাত্রা

প্রকাশিত: ০৫:২৫, ১৪ ডিসেম্বর ২০১৫

ডলার-ইউয়ানের বিপরীতমুখী যাত্রা

আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলার ও ইউয়ানের বিপরীতমুুখী দৌড় দেখা যাচ্ছে। শুক্রবার দুপুর পর্যন্ত ডলারের দাম বাড়ছিল আর ইউয়ানের কমছিল। মুদ্রাবাজারে এর আগে বুধবার ডলারের অবস্থা ছিল গত এক মাসে সবচেয়ে দুর্বল। এর পরদিন থেকেই মুদ্রাটির দর বাড়তে থাকে। বৃহস্পতিবার দিন শেষে ডলারের দাম ছিল ইউরো ও ইউয়ানের বিপরীতে যথাক্রমে ১ দশমিক শূন্য ৯ এবং ১২১ দশমিক ৬২। একইভাবে ব্রিটিশ পাউন্ডের বিপরীতেও ডলারের দাম এদিন বাড়ে। অন্যদিকে বাজারে চীনা মুদ্রা ইউয়ানের ধারাবাহিক অবনমন ঘটছে। চতুর্থ দিনের মত ডলারের বিপরীতে ইউয়ানের দাম কমেছে। বৃহস্পতিবার দশমিক ৭ শতাংশ এবং গতকাল দশমিক ৯ শতাংশ দরপতন দেখেছে ইউয়ান। -অর্থনৈতিক রিপোর্টার
×