ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁপাইয়ে পাউবো বাঁধে ধস ॥ জনগণ আতঙ্কে

প্রকাশিত: ০৫:১৫, ২৭ অক্টোবর ২০১৫

চাঁপাইয়ে পাউবো বাঁধে ধস ॥ জনগণ  আতঙ্কে

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ মহানন্দা সংলগ্ন বাঁধের পাড়ে হঠাৎ ধস নামায় দ্বারিয়াপুর অঞ্চলের মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড প্রায় ২০ বছর আগে এলাকাটি সংরক্ষণে সিসি ব্লকের বাঁধ দিয়েছিল। প্রায় আট কিলোমিটার এই বাঁধ ও পাড় বাঁধানোর পর পাউবো কোন সংস্কার কিংবা দেখভাল করেনি বলে স্থানীয়রা জানিয়েছে। হঠাৎ করে মহানন্দার পানি কমতে শুরু করলে পাড়ে ধস নামাতে বেশকিছু স্থানের সিসি ব্লক বসে খাদের সৃষ্টি হয়। ৩৯৮২ মিটার সিসি ব্লকের পুরোটাই এখন হুমকির মুখে রয়েছে বলে পাউবো স্বীকার করেছে। অনেক আগে থেকেই বিভিন্ন স্থানের সিসি ব্লকের নিচের মাটি সরে যাওয়ার কারণে বাঁধের পাড় এলাকা দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি বাঁধের উজানে প্রায় পাঁচ কিলোমিটারের কাছাকাছি মহানন্দা নদীর ওপর শেখ হাসিনা সেতু নির্মাণের পর থেকেই দ্রুত গতিতে নেমে আসা পানি বাধাগ্রস্ত হয়। সেতুটি নির্মাণের আগে কোন জরীপ করা হয়নি। এমনকি সেতু নির্মাণসহ নদী শাসনে যে ডিজাইন করা হয়েছিল সে ব্যাপারেও কোন পরামর্শ নেয়া হয়নি পাউবোর। এ বছর মে মাসে সেতু উদ্বোধনের পর উজান থেকে নেমে আসা পানি সেতুর নিচে রাজারামপুরের কাছে বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে প্রবল বর্ষা ও বৃষ্টিপাতে নদী ভরে উঠলে প্রবল বেগে নেমে আসা পানি সেতুর কাছে বাধাগ্রস্ত হয়ে সরাসরি দ্বারিয়াপুর অঞ্চলের বাঁধে আঘাত হানে। নদী ভরাট ছিল বলে কোন আশঙ্কা দেখা দেয়নি। এখন নদীর পানি কমতে থাকায় এবং স্রোতের আঘাত তীব্র হওয়ার কারণে পাড়ে ধস নেমেছে ফলে বেশকিছু বাড়িঘরসহ পুরো দ্বারিয়াপুর গ্রাম এবং একটি সরকারী প্রাইমারি স্কুল, মসজিদ, বড় পাকা স্থাপনা ও হরিপুর থেকে বালিয়াঘাট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক হুমকির মুখে রয়েছে।
×