ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২৫০টির বেশি এ্যাপ সরিয়ে নিল এ্যাপল

প্রকাশিত: ০৬:০৬, ২২ অক্টোবর ২০১৫

২৫০টির বেশি এ্যাপ সরিয়ে নিল এ্যাপল

গ্রাহক স্বার্থ সুরক্ষিত রাখতে নিজেদের এ্যাপ স্টোর থেকে ২৫০টিরও বেশি এ্যাপ্লিকেশন (এ্যাপ) মুছে দিল এ্যাপল। এগুলোতে ইউমি নামের চীনা অনলাইন বিজ্ঞাপন সংস্থার বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে এ্যাপ ব্যবহারকারীর ই-মেল, ফোন নম্বর, জন্মের তারিখসহ নানা গোপন তথ্য আপনা থেকেই ওই এ্যাপ নির্মাতা সংস্থাগুলোর কাছে পৌঁছে যায়। তা আটকাতেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি। বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছে ইউমি। -অর্থনৈতিক রিপোর্টার ভারতে ঘুষ দেয়ার অভিযোগ ওয়ালমার্টের বিরুদ্ধে ভারতে ঘুষ দেয়ার অভিযোগ উঠল ওয়ালমার্ট স্টোর্সের বিরুদ্ধে। সম্প্রতি আমেরিকার সরকারী এক তদন্তে এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, কখনও আমদানি করা পণ্য ছাড়াতে, তো কখনও বিপণি বা অফিসের জায়গা পাওয়ার জন্য (রিয়েল এস্টেট পারমিট) এ দেশে বারবার ঘুষ দিতে হয়েছে বিশ্বের বৃহত্তম খুচরো ব্যবসা (রিটেল) সংস্থাকে। অধিকাংশ ক্ষেত্রেই তার অঙ্ক বেশি নয়। ২০০ ডলারেরও (১৩ হাজার টাকা) কম। অনেক ক্ষেত্রে আবার তা ৫ ডলারের (৩৩০ টাকা) মতো! কিন্তু এমন ছোট-ছোট ঘুষই দিতে হয়েছে কয়েক হাজার বার। যে কারণে সব মিলিয়ে তার পরিমাণ দাঁড়াতে পারে কয়েক লাখ-কোটি ডলার। -অর্থনৈতিক রিপোর্টার
×