ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হুয়াক্সিনের সঙ্গে নকিয়ার যৌথ উদ্যোগ

প্রকাশিত: ০৬:১৩, ৩০ আগস্ট ২০১৫

হুয়াক্সিনের সঙ্গে নকিয়ার যৌথ উদ্যোগ

চীনা লগ্নি সংস্থা হুয়াক্সিনের সঙ্গে যৌথ উদ্যোগ গড়ছে নোকিয়া। ফিনিশ টেলি যন্ত্রাংশ নির্মাতা জানিয়েছে, নতুন সংস্থার নাম হবে নোকিয়া সাংহাই বেল। যৌথ উদ্যোগে নোকিয়ার ৫০ শতাংশ এবং একটি শেয়ার থাকবে বলে মনে করছে তারা। বাকি মালিকানা থাকবে হুয়াক্সিনের হাতে। এই চুক্তির ফলে এ্যালকাটেল-লুসেন্টকে অধিগ্রহণ করার পথে নোকিয়া আরও এক ধাপ এগোল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ, এখনও এই অধিগ্রহণের জন্য চীনের অনুমোদন পায়নি নোকিয়া। এখন চীনা সরকারী সংস্থার সঙ্গো যৌথ উদ্যোগ গড়ায় সেই রাস্তা পরিষ্কার হবে বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের। পাশাপাশি, এর আগে হুয়াক্সিনের সঙ্গে একই ধরনের দীর্ঘমেয়াদী যৌথ উদ্যোগ গড়ছে এ্যালকাটেল-লুসেন্ট। ফলে আগামী দিনে চীনের সায় পাওয়া নিয়ে আশাবাদী নোকিয়ার সিইও রাজীব সুরিও। -অর্থনৈতিক রিপোর্টার
×