ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরে এসিল্যান্ড অবরুদ্ধ, উদ্ধার করলেন এমপি

প্রকাশিত: ০৬:০৫, ২৮ আগস্ট ২০১৫

রংপুরে এসিল্যান্ড অবরুদ্ধ, উদ্ধার করলেন এমপি

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ রংপুরের বদরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা এক এসি ল্যান্ডকে ধাওয়া করে একটি দোকানে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এসে তাকে উদ্ধার করেন। জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) কমল কৃষ্ণ ঘোষ সরকারী কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে দুই পুলিশ কনস্টেবল নিয়ে বদরগঞ্জ কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য যান। এ সময় তিনি ব্যবসায়ীদের বাটখারা এবং সড়ক বন্ধ করে তেলের ড্রাম রাখার অভিযোগ আনলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে তাকে ধাওয়া করে। এ সময় তিনি প্রায় ৩ শ’ গজ সড়ক পালিয়ে এসে স্থানীয় কিবরিয়া মার্কেটের একটি দোকানে আশ্রয় নেন। সেখানে ব্যবসায়ীরা তাকে প্রায় আধ ঘণ্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আহসানুল হক চৌধুরী ডিউক সেখানে গিয়ে তাকে মুক্ত করেন।
×