ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিমান কোম্পানির আয়-ব্যয়ের তথ্য চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত: ০৭:০১, ২১ আগস্ট ২০১৫

বিমান কোম্পানির আয়-ব্যয়ের তথ্য চায় কেন্দ্রীয় ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনাকারী বেসরকারী বিমান পরিবহন সংস্থার বিদেশী মুদ্রায় লেনদেনের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শিগগিরই বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সার্কুলার জারি করবে। সম্প্রতি বেসরকারী বিমান পরিবহন সংস্থাগুলোর প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ বলেন, বিদেশী মুদ্রায় আয়-ব্যয়, দেশে আনার মতো অর্থের পরিমাণ ও এর মধ্যে কত অংশ দেশে আনা হয়েছে- এ সব তথ্য জানাতে হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে অংশ নেন রিজেন্ট এয়ারওয়েজ, ইউনাইটেড এয়ারওয়েজ, নভোএয়ার, ইউএস বাংলা, বিসমিল্লাহ এয়ারলাইন্স ও বন্ধ জিএমজি এয়ারলাইন্সের কর্মকর্তারা। এদের মধ্যে ইউনাইটেড ও রিজেন্ট বর্তমানে আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করছে। বিসমিল্লাহ এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে কেবল পণ্য পরিবহন করে। অন্য কোম্পানিগুলোরও আন্তর্জাতিক ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে। বৈদেশিক মুদ্রানীতি আইনের ২০ ধারার ৩ উপধারা অনুযায়ী আন্তর্জাতিক রুটে যাত্রী ও পণ্য বহনকারী প্রতিষ্ঠানকে নির্দেশনা দিতে পারে বাংলাদেশ ব্যাংক। ১১ নবেম্বর ঢাকায় ডেনিম এক্সপো অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ১১ নবেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে দু’দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপো। আন্তর্জাতিক ডেনিম উৎপাদক ক্রেতাদের কাছে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করছে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিতব্য প্রদর্শনীতে আয়োজক বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালী, নেদারল্যান্ড, মেক্সিকো, স্পেন, তুরস্ক, হংকং, ব্রাজিল, অস্ট্রেলিয়া ও রাশিয়ার ৫০টি ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নেবে। এছাড়া বিশ্বের ৬০টি দেশের এক হাজার ২শ’ প্রতিষ্ঠান থেকে ৪ হাজার ডেনিম সংশ্লিষ্ট দর্শনার্থী এটি পরিদর্শন করবে। এ প্রদর্শনীতে ছয়টি বিষয়ভিত্তিক সেমিনারের পাশাপাশি বিশেষ ফিচার হিসেবে থাকছে ‘ট্রেন্ড জোন’ যেখানে সর্বশেষ ডেনিম ট্রেন্ড ফ্যাশন এবং ভবিষ্যত ডেনিম ফ্যাশান সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকবে। ডেনিম এক্সপোর (বাংলাদেশ) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন জানান, বাংলাদেশে ডেনিম শিল্পের প্রসারই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য নয়, বরং এটি ভাল ব্যবসা চর্চায় উৎসাহ প্রদান এবং দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে। কেন্দ্রীয় ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অর্থনৈতিক রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৫ উদ্যাপন উপলক্ষে ব্যাংক চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ এ্যাসোসিয়েশনের (সিবিএ) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
×