ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

আইসিসির নতুন সভাপতি জহির আব্বাস

প্রকাশিত: ০৪:৩৬, ২৬ জুন ২০১৫

আইসিসির নতুন সভাপতি জহির আব্বাস

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি, দেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সভাপতি পদ ছেড়ে দেন, সেই পদে বসলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাস। আইসিসি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করে। বার্বাডোজে আইসিসির বার্ষিক সম্মেলনের তৃতীয় দিনে সভাপতির দায়িত্ব নেন আব্বাস। এক বছর মেয়াদে দায়িত্ব নেয়ার পর আইসিসির বোর্ড ও কাউন্সিলের সবাই তাকে সভাপতি হিসেবে মনোনয়ন করার জন্য ধন্যবাদ জানান ৬৭ বছর বয়সী আব্বাস। এক সময়ের স্টাইলিশ ব্যাটসম্যান জহির আব্বাস পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা একমাত্র এশিয়ান তিনি, যাকে বলা হতো এশিয়ার ব্র্যাডম্যান। ১৯৬৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ৭৮ টেস্ট ও ৬২ ওয়ানডে খেলে জহির যথাক্রমে ৫ হাজার ৬২ ও ২ হাজার ৫৭২ রান করেন। ১৪ টেস্ট ও ১৩ ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দেয়া এই ক্রিকেটার ১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩ সালের বিশ্বকাপ খেলেন। ২২ বছরের ক্যারিয়ারে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৪ হাজার ৮৪৩ রান করেন জহির। ক্যারিয়ারে সাড়ে ৭ হাজারের বেশি আন্তর্জাতিক রান করা জহির আব্বাস শ্রীলঙ্কায় ১৯৯৩ সালে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন। আইসিসি গত সেপ্টেম্বরে পরবর্তী সভাপতি হওয়ার জন্য পিসিবিকে সাবেক এক ক্রিকেটারকে মনোনয়ন করতে বলে। কিন্তু পাকিস্তান নাজাম শেঠির নাম প্রস্তাব করে। ১ জুলাই থেকে আ হ ম মুস্তফা কামালের জায়গায় দায়িত্ব নেয়ার কথা ছিল পিসিবির সাবেক চেয়ারম্যানের। পরিস্থিতি পাল্টে যায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া গত বিশ্বকাপের পর। মুস্তফা কামাল দায়িত্ব ছেড়ে দিলে শূন্য হয়ে পড়ে আইসিসির সভাপতি পদ। তারপর গত এপ্রিলে শেঠি আইসিসির অন্তর্বর্তীকালীন সভাপতি হওয়ার জন্য নিজের নাম প্রস্তাব করেন। তখন তিনি জানিয়েছিলেন, জুলাইয়ে পূর্ণ মেয়াদে দায়িত্ব নেয়ার আগের দুই মাসও ওই পদে কাজ করতে প্রস্তুত তিনি। কিন্তু আইসিসি সাবেক কোন ক্রিকেটারকেই ২০১৬ সাল থেকে সংস্থাটির সভাপতি করার বিষয়ে সিদ্ধান্ত নেয়। এরপরই মূলত শেঠির বদলে আব্বাসের নাম প্রস্তাব করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অনেক নাটকীয়তার পর অবশেষে আইসিসির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাস। সম্পতি ও সৌহার্দ্যরে খেলা ক্রিকেট উল্লেখ করে জহির আব্বাস বলেন, ‘এটা এমন এক খেলা যেটা দিয়ে, আমাদের মাঝে বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্মান ও গ্রহণযোগ্যতা তৈরি করে।
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

সৌদিতে রমজানের চাঁদ দেখা যায়নি
কাউন্টারে নয়, ঈদে ট্রেনের টিকিট অনলাইনে
দুবাইয়ে গ্রেপ্তার হননি আরাভ খান
পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয় :ওবায়দুল কাদের
একনেকে ৯ প্রকল্প অনুমোদন
দেশবরেণ্য ভাস্কর শামীম শিকদার আর নেই
বিএনপি থেকে শওকত মাহমুদ বহিষ্কার
দেশে চালের অভাব নেই, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা :খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান
সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন ৬ এপ্রিল
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট চেম্বার আদালতে খারিজ
শিবচরে ১৯ জনের প্রাণহানি,৩১ যানবাহনের বিরুদ্ধে মামলা
কর্মীদের চীনা ভিডিও অ্যাপ টিকটক ডিলিট করতে বলল বিবিসি