ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিয়ানমারে পাচার হচ্ছে মোবাইল সিম

প্রকাশিত: ০৪:২৭, ৮ মে ২০১৫

মিয়ানমারে পাচার হচ্ছে মোবাইল সিম

নিজস্ব সংবাদদাতা, উখিয়া, ৭ মে ॥ পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচার হচ্ছে বিভিন্ন কোম্পানির মোবাইল সিম। দেশের সর্বোচ্চ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান নেটওয়ার্ক কোম্পানিগুলো তাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে সীমান্ত এলাকায় যত্রতত্রভাবে টাওয়ার স্থাপন করেছে। ওই সব টাওয়ারের সাহায্যে মিয়ানমারের অভ্যন্তরে ১০/১৫ কিলোমিটার পর্যন্ত নেটওয়ার্ক বিস্তৃতি লাভ করেছে। অবৈধভাবে নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে তারা এদেশের যাবতীয় তথ্য সংগ্রহে সক্ষম হচ্ছে পাশাপাশি রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস হচ্ছে। এছাড়াও সীমান্ত এলাকায় মানবপাচার, ইয়াবা ও মাদকদ্রব্য পাচার অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সীমান্ত এলাকায় বসবাসরত গ্রামবাসীরা জানান, মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত আরকান রাজ্যের বিশাল একটি জনঅংশের হাতে এখন বিভিন্ন কোম্পানির মোবাইল সিম রয়েছে। তাদের মোবাইলে বেশির ভাগ ব্যবহৃত হচ্ছে রবি, গ্রামীণসহ বিভিন্ন নেটওয়ার্ক কোম্পানির সিম কার্ড। মিয়ানমারের মংডুবলী বাজার গ্রামের নাম প্রকাশ না করার সত্ত্বেও এক ব্যক্তি জানান, বাংলাদেশের সীমান্ত এলাকায় রবি ও গ্রামীণের টাওয়ার স্থাপনের ফলে মিয়ানমারের অভ্যন্তরে ১০/১৫ কিলোমিটার জুড়ে সরাসরি নেটওয়ার্ক পাওয়া যায়। যার ফলে বাংলাদেশের সঙ্গে সহসায় যোগাযোগ রক্ষা করা যায়। পাবনায় সন্ত্রাসীদের গুলিতে চরমপন্থী নিহত নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৭ মে ॥ আটঘরিয়া উপজেলার চাচকিয়া গ্রামে প্রকাশ্য দিবালোকে মিঠু (৩০) নামে এক চরমপন্থী নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ হত্যাকা- ঘটেছে। নিহত মিঠু উপজেলার একদন্ত ইউনিয়নের নরজান গ্রামের নান্নু মিয়ার ছেলে। এলাকাবাসী জানিয়েছে, সকালে মিঠু চাচকিয়া পূর্বপাড়ায় সমিতির ঋণের কিস্তি দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে ওঁৎপেতে থাকা পাঁচজনের একদল সশস্ত্র সন্ত্রাসী তার উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তাদের গুলিতে মিঠু নিহত হয়। খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। কোন্দলের জেরে স্থানীয় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলনেতা মিঠুকে হত্যা করেছে প্রতিপক্ষের চরমপন্থীরা। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেছে। কক্সবাজারে মুক্তিপণের জন্য তিন ডাম্পার চালককে অপহরণ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়া খুটাখালীর নওর ফাঁড়ি থেকে ৩ ডাম্পার চালককে অপহরণ করেছে মুক্তিপণ আদায়কারী চক্র। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় ১০Ñ১৫ জনের সংঘবদ্ধ দল অস্ত্রের মুখে জিম্মি করে গহীন বনাঞ্চলে নিয়ে যায়। অপহৃত ফাঁসিয়াখালীর মমতাজ আহমদের পুত্র কফিল উদ্দিন, গিয়াস উদ্দিনের পুত্র রেজাউল ও বদরখালীর নুরুল আলম মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে আনতে আকুতি জানিয়েছেন বলে তাদের পরিবারের লোকজন দাবি করেছে। জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ওই তিন ড্রাইভার ডাম্পার গাড়ি নিয়ে নওর ফাঁড়ি এলাকায় বালি ভর্তি করতে গেলে তারা অপহরণকারী চক্রের হাতে পড়ে। খবর পেয়ে চকরিয়া থানার এসআই শাহাদাত একদল পুলিশ নিয়ে অপহৃতদের উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
×