ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফার্মা এইডসের দর বাড়ার কোন কারণ নেই

প্রকাশিত: ০৬:১৪, ১ এপ্রিল ২০১৫

ফার্মা এইডসের দর বাড়ার কোন কারণ নেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডসের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে সোমবার ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ৫ কার্যদিবসের মাত্র একদিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ২৫৬ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ৩০১ টাকা ৭০ পয়সা পর্যন্ত হয়। রাইট শেয়ার ছাড়বে জিপিএইচ ইস্পাত অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১আর:১ হারে রাইট ইস্যু করবে। অর্থাৎ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র জানায়, কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। রাইট শেয়ারের জন্য ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়াম নেবে কোম্পানিটি। রাইট শেয়ারের ইস্যু মূল্য হবে ২০ টাকা। জানা গেছে, কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ৩০ এপ্রিল বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।
×