ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়াকে হারানো কঠিন ॥ ম্যাথুস

প্রকাশিত: ০৫:৪৮, ৮ মার্চ ২০১৫

অস্ট্রেলিয়াকে হারানো কঠিন ॥ ম্যাথুস

জিএম. মোস্তফা ॥ নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের মিশন শুরু করেছিল শ্রীলঙ্কা। যেন সেই হার থেকেই শিক্ষা নেয় তারা! এর পরের তিন ম্যাচের সবটিতেই জয়। যার ফলে একাদশতম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েও রেখেছে লঙ্কানরা। আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আবারও মাঠে নামছে ’৯৬ এর বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। সিডনিতে অসিদের হারাতে পারলেই বিশ্বকাপের শেষ আটের টিকেট নিশ্চিত করবে এ্যাঞ্জেলো ম্যাথুজের দল। তবে অসিদের হারানোটা খুব সহজ হবে না বলে সতীর্থদের ম্যাচের আগেই সতর্ক করে দিলেন লঙ্কান অধিনায়ক। এ বিষয়ে ম্যাথুস বলেন, ‘খুব বেশিদিন আগের কথা নয়। আমার স্পষ্টতই মনে আছে, ইংল্যান্ডে যখন অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলাম। তখন তাদের হারিয়েছিলাম আমরা। তাই তাদের হারানোর যোগ্যতা এবং দক্ষতা উভয়ই আমাদের রয়েছে। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতাটা কঠিন হবে।’ গত রবিবার ওয়েলিংটনে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। আর সেই ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় পায় লঙ্কানরা। যা টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। সেই ম্যাচে জোড়া সেঞ্চুরি করে দলের জয়টাকে সহজ করে দিয়েছিলেন কুমার সাঙ্গাকারা ও লাহিরু থিরিমান্নে। তাই দলীয় অধিনায়ক ম্যাথুস মনে করেন, জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হলে স্বাগতিকদের বিপক্ষেও ব্যাটসম্যানদের ভাল করতে হবে। সেই সঙ্গে বোলিং এবং ফিল্ডিংয়েও নিজেদের সেরাটা ঢেলে দেয়ার বিকল্প নেই, ‘আমি মনে করি মাঠে আমাদের সেরাটাই উপহার দিতে হবে। বিশেষ করে ফিল্ডিং এবং বোলিংয়ে ভাল করার বিকল্প কিছু নেই। ওয়েলিংটনে ইংলিশদের বিপক্ষে খুব ভাল খেলেছি। আর যদি সেই পারফর্মেন্স অস্ট্রেলিয়ার বিপক্ষেও করতে পারি তাহলে আমি মনে করি জয়টা আমাদের পক্ষেই আসবে।’ বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে লজ্জাজনক পারফর্মেন্স করে শ্রীলঙ্কা। তবে প্রথম ম্যাচে হারলেও শেষ তিন ম্যাচ জেতায় এখন আত্মবিশ্বাসের তুঙ্গে অবস্থান লঙ্কানদের। এ বিষয়ে ম্যাথুস বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আমাদের পারফর্মেন্স ছিল একেবারেই বাজে। সেখানে আমরা ভাল ক্রিকেট খেলতে পারিনি। তবে আমি মনে করি বিশ্বকাপে সঠিক সময়েই আমরা জ্বলে উঠেছি। যা পরবর্তী ম্যাচগুলোতেও ধরে রাখতে আমরা আশাবাদী।’ ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে লঙ্কানদের অবস্থান দুইয়ে। পঞ্চম ম্যাচের আগে অস্ট্রেলিয়ার মতো হিসাব-নিকাশ প্রায়ই এক। আর একটি জয়ের স্বাদ পেলেই কোয়ার্টার ফাইনালে উঠে যাবে শ্রীলঙ্কা। আর তা আজই করে ফেলতে চান লঙ্কানদের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে, ‘অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল। স্বাগতিক হওয়ায় অসিরা আরও বেশি ভয়ঙ্কর। এমন দলের বিপক্ষে জিততে হলে দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে। ভাল ক্রিকেট খেলার সামর্থ্য আমাদের আছে। শেষ তিন ম্যাচে তার প্রমাণ দিয়েছি আমরা। টপ অর্ডার ব্যাটসম্যানরা রানের মধ্যে আছে। এই ধারাবাহিকতা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে অব্যাহত রাখতে হবে। প্রতিপক্ষের প্রধান শক্তি পেস। শুরুতেই অসি পেসারদের চাপে রাখতে পারলে ম্যাচ জয় সহজই হবে। তাই এ ম্যাচ জিতে শেষ আটের টিকেট নিশ্চিত করতে চাই আমরা।’
×