ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চা সংসদ সচিবালয় ঢাকায় স্থানান্তরে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ০৩:৫৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

চা সংসদ সচিবালয় ঢাকায় স্থানান্তরে বাণিজ্যমন্ত্রীর  হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম থেকে চা সংসদ সচিবালয় ঢাকায় স্থানান্তরের গোপন প্রক্রিয়া বন্ধে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। রবিবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বরাবরে প্রেরিত এক ফ্যাক্সবার্তায় এ অনুরোধ জানান সভাপতি মাহবুবুল আলম। চিটাগাং চেম্বার সভাপতি বলেন, দেশের উৎপাদিত ও আমদানিকৃত চায়ের বিপণন ও বাজারজাতকরণের লক্ষ্যে চট্টগ্রামে স্থাপিত চা নিলাম কেন্দ্র ও এই কার্যক্রমের সঙ্গে জড়িত ১৩টি ওয়্যারহাউস, ৬টি ব্রোকার হাউস, পরিবহন ব্যবসা, বিপণন কোম্পানির অফিস এবং অন্যান্য অবকাঠামোগত সুবিধা চট্টগ্রামেই বিদ্যমান রয়েছে। বিষয়টি বিবেচনায় রেখে ১৯৪৯ সালে চট্টগ্রামে চা সংসদ সচিবালয় প্রতিষ্ঠা হয়। কিন্তু ৬৫ বছরের পুরনো এই চা সংসদ সচিবালয়কে অতি গোপনে ঢাকায় স্থানান্তরের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। ১৯৭৮ সালে এই প্রতিষ্ঠানটিকে ঢাকায় স্থানান্তরের পাঁয়তারা করা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যৌক্তিক ব্যাখ্যা ও দাবির মুখে তৎকালীন বাণিজ্য মন্ত্রণালয় থেকে চা সংসদ সচিবালয় চট্টগ্রামেই থাকা যৌক্তিক উল্লেখ করে স্পষ্ট নির্দেশনা জারি করা হয়।
×