ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণধোলাই দিয়ে ২১ সন্ত্রাসীকে পুলিশে সোপর্দ

জনতার প্রতিরোধে গা-ঢাকা দিচ্ছে পেট্রোলবাজরা

প্রকাশিত: ০৫:৩১, ২৯ জানুয়ারি ২০১৫

জনতার প্রতিরোধে গা-ঢাকা দিচ্ছে পেট্রোলবাজরা

শংকর কুমার দে ॥ দেশের বিভিন্ন স্থানে মাত্র এক সপ্তাহের ব্যবধানে অবরোধের নামে যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপ, আগুন দিয়ে সহিংস সন্ত্রাস চালানো, বোমা তৈরির সময়ে বিস্ফোরণে হতাহত, গানপাউডার ও বিস্ফোরক দ্রব্যসহ জনতার হাতেনাতে ধরা পড়ে গণধোলাই খেয়ে পুলিশে সোপর্দ হয়েছে অন্তত ২১ সন্ত্রাসী। যতই দিন যাচ্ছে ততই জনতার রুদ্ররোষের কবলে পড়ে কোণঠাসা হয়ে পড়ে গা ঢাকা দিতে শুরু করেছে পেট্রোল বোমা নিক্ষেপকারী সহিংস সন্ত্রাসের দুর্বৃত্তরা। অবরোধের নামে যারা সহিংস সন্ত্রাস চালাচ্ছে সেসব দুর্বৃত্তদের ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণার পর মানুষজনের কাছ থেকে সাড়া পাওয়ায় জনতার গণধোলাইয়ের শিকারে পরিণত হওয়ার ঘটনা ঘটছে। জঙ্গী কায়দায় যারা অবরোধের নামে আগুনে পুড়িয়ে সহিংসতার তা-বলীলা চালিয়ে দেশের মানুষজনকে হতাহত ও জিম্মি করে রেখেছে তাদের সঙ্গে কোন সংলাপে বসে সমঝোতা করবে না সরকার। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এ ধরনের তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা সংস্থার সূত্র জানান, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, সিরাজগঞ্জ, রাজশাহীতে অন্তত ১৫ জন যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুন দেয়ার সময়ে গণধোলাই খেয়ে পুলিশের হাতে সোপর্দ হয়েছে। এ ছাড়াও রাজধানী ঢাকায় ও চট্টগ্রামে বোমা তৈরি করার সময়ে বিস্ফোরিত হয়ে নিহত হয়েছে দুই ছাত্রদল ও শিবির কর্মী। আরও ৪ ছাত্রদল ও শিবির গানপাউডার ও বোমা তৈরির বিস্ফোরক দ্রব্যসহ ধরা পড়েছে। ধরা পড়া ছাত্রদল ও শিবির কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী সহিংস সন্ত্রাসীদের নাম পরিচয়ের যে তালিকা পাওয়া যাচ্ছে তা ধরে গ্রেফতার অভিযান পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা তথ্যে জানা গেছে, ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের কাশিপুর এলাকায় এক যাত্রীবাহী বাসে আগুন দেয়ার সময়ে ৩ ছাত্রশিবির কর্মীকে জনতা ধাওয়া করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তারপর রাজশাহীতে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ৩ শিবির কর্মীকে। সিরাজগঞ্জে ৬ জন, বরিশালে ২ জন ও রাজধানী ঢাকাতে ১ জন শিবির কর্মী গণধোলাই খেয়ে পুলিশের হাতে সোপর্দ হয়েছে। এ ছাড়াও রাজধানীর পুরান ঢাকার লালবাগে ১ ছাত্রদল কর্মী ও চট্টগ্রামে ১ শিবির কর্মী বোমা তৈরির সময়ে বিস্ফোরিত হয়ে নিহত হয়েছে। রাজধানী ঢাকা থেকে নারায়ণগঞ্জে গানপাউডার নিয়ে যাওয়ার সময়ে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ধরা পড়েছে ২ ছাত্রদল কর্মী। যানবাহন ও বাসে যারা আরোহী তারা নিজেরা বাঁচার জন্যও সহিংস সন্ত্রাসীদের ধাওয়া দিয়ে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধের নামে সহিংস সন্ত্রাস চালানোর সময়ে জনতা প্রতিরোধ করে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করার ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
×