ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানের পাঞ্জাবে খ্রীস্টান দম্পতিকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:৩৫, ৬ নভেম্বর ২০১৪

পাকিস্তানের পাঞ্জাবে খ্রীস্টান দম্পতিকে পিটিয়ে হত্যা

কোরান অবমাননার অভিযোগ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোর্ট রাধাকৃষ্ণ শহরে কোরান অবমাননার কথিত অভিযোগে এক খ্রীস্টান দম্পতিকে পিটিয়ে হত্যার পর তাদের লাশ ইটের ভাটিতে পুড়িয়েছে উত্তেজিত জনতা। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। খবর ডন অনলাইনের। স্থানীয় পুলিশ স্টেশনের এক কর্মকর্তা বিন ইয়ামিন বলেছেন, এ ঘটনায় নিহতদের নাম শামা মেসিহ ও শেহজাদ মেসিহ। ঘটনাস্থলের ওই ইটখোলাতেই নিহত দম্পতি শ্রমিক হিসেবে কাজ করত। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে এবং তাদের চারটি সন্তান রয়েছে। ছাইয়ের মধ্যে কোরানের পোড়া পৃষ্ঠা পাওয়া যাওয়ার পর তাদের বিরুদ্ধে এগুলো পোড়ানোর অভিযোগ তোলা হয়। এই বিষয়টি জানাজানি হলে ওই দম্পতিকে একটি ঘরে আটকে রাখেন ইটখোলার মালিক ইউসুফ গুজ্জব। ওই দম্পতির সঙ্গে ধারের অর্থ নিয়ে ইউসুফের বিবাদ চলছিল। পাওনা অর্থ ফেরত দিতে অস্বীকার করার পর ইউসুফ তাদের বিরুদ্ধে কোরান পোড়ানোর অভিযোগ আনেন।
×