ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

টানা বৃষ্টিতে পাহাড়ধস, মিরসরাই-ফটিকছড়ি সড়কে ৫ দিন ধরে যোগাযোগ বন্ধ

ফিরোজ মাহমুদ, মিরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ১২:২৭, ১৩ জুলাই ২০২৫

টানা বৃষ্টিতে পাহাড়ধস, মিরসরাই-ফটিকছড়ি সড়কে ৫ দিন ধরে যোগাযোগ বন্ধ

লঘুচাপের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে নারায়ণহাট-ফটিকছড়ি সড়কে টানা বৃষ্টিতে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার ঝরঝরি মাজার সংলগ্ন চার রাস্তার কোণ এলাকায় পাহাড় ধসে সড়কে মাটি জমে যাওয়ায় পাঁচ দিন ধরে মিরসরাই-ফটিকছড়ি পাহাড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে এ সড়কে চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় গিয়ে দেখা যায়, থেমে থেমে জরুরি প্রয়োজনে অল্প কিছু সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল ছাড়া সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সিএনজি থেকে যাত্রীরা নেমে ঠেলে ঠেলে রাস্তা পার হচ্ছেন।

জানা গেছে, মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অভ্যন্তরীণ সড়ক এটি। প্রতিদিন সিএনজি, বাইক, মালবাহী গাড়িসহ প্রায় ৫০০টি গাড়ি চলাচল করে এই সড়কে। এছাড়া এখানে পাহাড়ের বিভিন্ন অংশে লেবু চাষ হয়। এখানকার লেবু চট্টগ্রাম শহর, ফেনী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রির উদ্দেশ্যে নেওয়া হয়। গত কয়েক দিন সড়ক বন্ধ থাকায় লেবু তুলা বন্ধ রেখেছেন চাষিরা।

স্থানীয় বাসিন্দা ও লেবুচাষি আলাউদ্দিন জানান, ৫ দিন পেরিয়ে গেলেও সড়ক ও জনপদ বিভাগের কোনো কর্মকর্তার দেখা মেলেনি। “অন্য কোনো দেশে হলে সঙ্গে সঙ্গেই সমস্যার সমাধান করা হতো। কিন্তু এখানে এত গুরুত্বপূর্ণ একটি সড়কের এমন বিপজ্জনক অবস্থার দিকে কারো নজরই নেই,” বলেন তিনি।

সড়ক বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড-ফটিকছড়ি (অতিরিক্ত) সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান বলেন, “পাঁচ দিন নয়, তিন দিন হয়েছে পাহাড় থেকে মাটি পড়েছে। বৃষ্টির কারণে কাজ করা সম্ভব হয়নি। আজ রাতেই এস্কেভেটর পৌঁছাবে, আর কাল সকাল নাগাদ কাজ শুরু হবে।”  

সানজানা

আরো পড়ুন  

×