ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

শিল্প-সংস্কৃতিতে অবদানের জন্য সুনামগঞ্জে পাঁচ গুণীজনকে সংবর্ধনা

এস এম মিজান, সুনামগঞ্জ 

প্রকাশিত: ১১:৫৫, ১৩ জুলাই ২০২৫

শিল্প-সংস্কৃতিতে অবদানের জন্য সুনামগঞ্জে পাঁচ গুণীজনকে সংবর্ধনা

ছবি: দৈনিক জনকণ্ঠ

সুনামগঞ্জে শিল্প ও সংস্কৃতির বিভিন্ন শাখায় অসামান্য অবদানের জন্য পাঁচজন গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৪ প্রদান করা হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক অঙ্গনের কৃতীদের এই বিশেষ স্বীকৃতি দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্ত গুণীজনরা হলেন— কণ্ঠ সংগীতে মধ্যনগর উপজেলার ছানা গোপাল সরকার, যন্ত্র সংগীতে ছাতক উপজেলার মো. মছলন্দর আলী, সৃজনশীল সংস্কৃতি গবেষক হিসেবে সদর উপজেলার মোহাম্মদ সুবাস উদ্দিন, লোকসংস্কৃতিতে দিরাই উপজেলার বাউল সিরাজ উদ্দিন, নাট্যকলায় রুবি আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “জেলা প্রশাসক হিসেবে আজ সুনামগঞ্জে আমার অন্যতম স্মরণীয় দিন আজকে আমি সবচেয়ে বেশি সম্মানিত হয়েছি। গুণীজনদের সম্মাননা দিতে পেরে আমি গর্বিত।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।

সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্ত হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠান। জেলা পর্যায়ে সংস্কৃতিচর্চা এবং গুণীজনদের সম্মানিত করার এই আয়োজন প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।
 

নোভা

আরো পড়ুন  

×