
দৈনিক জনকণ্ঠ
রাজধানীর পুরান ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার রাত সাড়ে ৯টায় কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ মিছিল হয়।
মিছিলটি কলেজের মসজিদ গেট থেকে হৃদয় বাংলাদেশ ম্যুরালের সামনে সন্ত্রাস বিরোধী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এসময় 'সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও', আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই', ‘সন্ত্রাসীদের বিচার চাই’, ‘নিরাপদ দেশ চাই’, ‘হত্যার বিরুদ্ধে এক হও এক হও’, 'মিডফোর্ডে হামলা কেন, প্রশাসন জবাব চাই', ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ', ২৪ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবারসহ নানান ধরনের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীরা বলিষ্ঠ কণ্ঠে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান।
মিছিল শেষে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসান পল্লব। তার বক্তব্যের মধ্য দিয়েই মিছিল শেষ হয়। বক্তব্যে হাসান পল্লব বলেন, এই হত্যাকাণ্ড শুধু এক ব্যক্তিকে নয়, বরং পুরো সমাজ ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। জুলাই বিপ্লব এমন ঘটনার জন্য হয়নি। আমরা এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই।
এ সময় শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করেন এবং ভবিষ্যতেও সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
হ্যাপী