
ছবিঃ সংগৃহীত
দুই বছরের প্রেম-সাধনার পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রাজশাহীর মেয়ে মোসা. চামেলী খাতুন ও চট্টগ্রামের ছেলে মো. আব্দুর রহমান নামের দুই বামন।
শুক্রবার (১১ জুলাই) বাদ যোহর নগরীর ছোটবনগ্রাম এলাকায় জাঁকজমক আয়োজনে দুই বামনের বিয়ের কাজ সম্পন্ন হয়।
গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় তাঁদের গায়ে হলুদের আয়োজন করা হয়। শুক্রবার (১১ জুলাই) বাদ যোহর কলমা রেজিস্ট্রি করে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়েতে ৮০ (আশি) হাজার টাকা দেনমোহর ধার্য করা হয়, যার মধ্যে ২ (দুই) হাজার টাকা পরিশোধ করেন মো. আব্দুর রহমান।
মোসা. চামেলী খাতুন রাজশাহীর পবা থানাধীন মাধইপাড়া এলাকার মো. কমিম উদ্দিনের মেয়ে। মো. আব্দুর রহমান চট্টগ্রামের ছেলে। তিনি নিজেকে এতিম দাবি করেন। তবে তাঁর পিতা-মাতার নাম বা বংশপরিচয় এখনও জানাননি তিনি।
জানা যায়, গত দুই বছর যাবৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় চামেলী ও আব্দুর রহমানের। এরপর শুরু হয় প্রেম-ভালোবাসা।
পরবর্তীতে দুই মাস আগে মো. আব্দুর রহমান চট্টগ্রাম থেকে প্রেমিকার খোঁজে খালি হাতে চলে আসেন রাজশাহীতে। তারপর নগরীর ছোটবনগ্রাম এলাকায় চামেলীর বাড়ির পাশে এদিক-সেদিক ঘোরাফেরা করতে থাকেন তিনি। সে সময় পরিচয় হয় ওই এলাকার অটোরিকশা গ্যারেজ মালিক মো. শফিকুল ইসলামের সঙ্গে।
পরে মো. শফিকুল ইসলামের কাছে নিজের প্রেম-ভালোবাসার কথা খুলে বলেন আব্দুর রহমান। তাঁর কথা শুনে গ্যারেজেই কাজ দেন শফিকুল ইসলাম।
গ্যারেজে কাজ করার সময় চামেলী খাতুন ও আব্দুর রহমানের প্রেম আরও গভীর হয়। একপর্যায়ে তাঁদের সম্পর্কের কথা এলাকায় জানাজানি হলে আজ এলাকাবাসী তাঁদের বিবাহবন্ধনে আবদ্ধ করে দেন।
ইমরান