ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

প্রার্থনার মাটিতে রক্ত, বিবেক আজো ঘুমিয়ে?

প্রকাশিত: ০০:০৭, ১২ জুলাই ২০২৫; আপডেট: ০০:২৩, ১২ জুলাই ২০২৫

প্রার্থনার মাটিতে রক্ত, বিবেক আজো ঘুমিয়ে?

সংগৃহীত

একটি চাপাতি! শুধু একটি চাপাতি না খাওয়ানোর কারণেই রক্ত ঝরলো চাঁদপুরের পবিত্র মসজিদে।ইমাম নুরুল আমিন মাদানী, একজন সম্মানিত আলেম, যিনি মদিনা বিশ্ববিদ্যালকে ইসলাম শিক্ষা অর্জন করেছেন, আজ মানুষের হিংস্রতার নির্মম শিকার হলেন।

ঘটনাটি ঘটে চাঁদপুরের প্রফেসর পাড়ার মোল্লাবাড়ি বাইতুল আমিন জামে মসজিদে।আজ শুক্রবার, নামাজ শেষে এক ব্যক্তি তাঁকে জোর করে চাপাতি খাওয়াতে চান। ইমাম সাহেব তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। আর এই ‘না’ বলার অপরাধেই তার ওপর ঝাঁপিয়ে পরে সেই ব্যক্তি।

চাপাতির মতো একটি ছোট বিষয় নিয়ে একটি পবিত্র স্থানে এমন অমানবিক হামলা  সমাজে কোথায় যাচ্ছে আমাদের মানবিকতা?

পরবর্তীতে ইমাম সাহেবের মুখে, কানে ধারালো অস্ত্রের কোপ চলে।মসজিদের পবিত্র মেঝে ভেসে যায় রক্তে। অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর কানে ও মুখে গভীর কাটা-ছেঁড়া রয়েছে। কয়েকটি সেলাইও নিতে হয়েছে।

এই হামলা একজন ব্যক্তির বিরুদ্ধে নয় এটা আমাদের ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা আর মানবতাকে ধ্বংসের চেষ্টা।

স্থানীয়রা এ ঘটনায় ক্ষুব্ধ ও শোকাহত।তারা বলছে, “একজন ইমাম যদি আজ মসজিদে নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?”

পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে, তবে এলাকাবাসীর দাবি এ ধরনের জঘন্য অপরাধের কঠোর বিচার হোক, যাতে পবিত্র স্থানগুলো আর রক্তে না রাঙে।

হ্যাপী

×