ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

কিশোরগঞ্জে এভারেস্টজয়ী নিশাত মজুমদার 

মৃত্যু ঝুঁকি ছিল তবুও দমে যাইনি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ২২:০২, ১১ জুলাই ২০২৫

মৃত্যু ঝুঁকি ছিল তবুও দমে যাইনি

বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদার বলেছেন, মানুষের ভেতরের ইচ্ছে শক্তিটাই হলো আসল। বইয়ের পাতায় ভ্রমণের গল্প পড়ে পড়ে নিজের মনকে সাজাই। স্বপ্ন বুঁনতে থাকি যেন একদিন শত বাধা বিপত্তি উপেক্ষা করে আমিও দূরের ওই পাহাড়ের উঁচুতে উঠবো। সেখানে দাঁড়িয়ে দেখবো নীলাকাশ। উড়াবো দেশের লাশ-সবুজের পতাকা। এ যাত্রায় প্রতিনিয়ত মৃত্যুর ভয় ছিল। বরফের মধ্যে নিজেকে একা দেখে ভয়ে আঁতকে উঠি তবু দমে যাইনি বরং জীবনের ঝুঁকি নিয়ে একসময় পৌঁছে গেছি এভারেস্ট পর্বতের চূড়ায়।

আজ (১১ জুলাই) শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জে সন্দীপন সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে এভাবেই এভারেস্টজয়ী নিশাত মজুমদার তার নিজের স্বপ্নজয়ের অভিজ্ঞতা স্মৃতি তুলে ধরেন।

নিশাত মজুমদার আরও বলেন, সকলের মধ্যে দেশপ্রেম থাকলে উন্নতি হবেই। মিথ্যেকে পুঁজি করে নয়, বরং জীবনের উন্নতিকল্পে পণ করতে হবে কঠোর পরিশ্রমের। পাশাপাশি সততা আর নিষ্ঠা দিয়ে নিজের দায়িত্ব পালনের। আর এভাবে লেখে থাকলেই একসময় সকলের জীবন হয়ে উঠবে সাফল্যময়।

জেলা শহরের গৌরাঙ্গবাজারে হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দীপন সাহিত্য আড্ডা’র সভাপতি কবি সাদরুল উলা। সভায় প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আজিজ আহমেদ হুমায়ুন ও অভিযাত্রী মুহম্মদ রফিকুল ইসলাম ছিলেন আলোচক। 

কবি জমাতুল ইসলাম পরাগের সঞ্চালনায় ‘মুক্ত প্রাণের স্পন্দনে-মিলবো মনোবন্ধনে’ এ স্লোগানে এছাড়াও আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক বিশিষ্ট সাহিত্যিক মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু আ লতিফ, কবি আমিনুল ইসলাম সেলিম, সিনিয়র শিক্ষক স্বপন কুমার বর্মণ প্রমুখ। 

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে নিশাত মজুমদার বলেন, স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন দেখাতে হবে। কেননা বহুবছর আগে নারী জাগরনের অগ্রদূত রোকেয়া সাখাওয়াৎ নিজেও স্বপ্ন দেখেছিলেন বলেই তিনি সুলতানার স্বপ্ন লিখতে পেরেছিলেন। এ সময় তিনি নিজের জীবনের বহু ভয় উৎকণ্ঠায় থাকা ও অনেক চড়াই-উৎরাই করে সাফল্যের হাতছানি পেতে হয়েছে উল্রেখ করেন।

সমগ্র অনুষ্ঠানমালায় আলোচনার পাশাপাশি চলে কবিতা আবৃত্তি। এতে সমাজের নানা শ্রেণি পেশার মানুষ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।  
 

 

রাজু

×