ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বখাটেদের হামলায় খুন হওয়া বাবার লাশ রেখে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ রাজশাহীর আলফি

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৯:১৯, ১১ জুলাই ২০২৫; আপডেট: ১৯:২০, ১১ জুলাই ২০২৫

বখাটেদের হামলায় খুন হওয়া বাবার লাশ রেখে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ রাজশাহীর আলফি

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় নিহত বাবার লাশ মর্গে রেখে এসএসসি পরীক্ষা দিতে গিয়েছিলো রাজশাহীর রাকিয়া আলফি। সেই আলফি এসএসসিতে জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হয়েছে। রাজশাহী নগরীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলো সে। অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আলফি ক্লাসের ভালো ছাত্রী। পরীক্ষা চলাকালীন তার বাবা মারা যায়। তারপরও মেয়েটা পরীক্ষায় অংশ নিয়েছিল। পাস করেছে। তার শিক্ষাজীবনে মঙ্গল কমনা করেন তিনি। চলতি বছরের ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হয়। আর ১৬ এপ্রিল রাতে মেয়েকে (আলফি) উত্ত্যক্তের প্রতিবাদ করায় খুন হন বাবা আকরাম আলী (৪৫)। পরদিন বাবার মরদেহ মর্গে রেখে এসএসসি পরীক্ষায় বসেছিল আলফি। সেদিন ছিল ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা।

আলফির চাচা আশরাফুজ্জামান সোহাগ বলেন, আমাদের প্রত্যাশা ছিল মেয়ে কমপক্ষে জিপিএ-৫ পাবে। কিন্তু যেদিন তার বাবা খুন হয়, তার পরের দিন ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা। সারারাত কান্নাকাটির পরে সকালে পরীক্ষা দিতে যাচ্ছিল না। অনেক বুঝিয়ে পরীক্ষা দিতে পাঠানো হয়। ফলাফল জিপিএ-৫ না পেলেও উত্তীর্ণ হয়েছে।

প্রসঙ্গত, ১৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম আলীকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় আলফির বড় ভাই ইমাম হাসান অনন্তও আহত হন। নিহত আকরাম হোসেন পেশায় একজন বাসচালক ছিলেন।

এ ঘটনায় নিহতের ছেলে ইমাম হাসান অনন্ত বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় সাতজনসহ অজ্ঞাত আর চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন।

 
 

রিফাত

আরো পড়ুন  

×