
ছবিঃ সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ঘেঁষা পানিহাটা সীমান্ত দিয়ে শুক্রবার (১১ জুলাই) সকালে চার শিশু ও চার নারীসহ ১০ বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্ত পিলার ১১১৮/৩-এস এর নিকট দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় ভারতের ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের সদস্যরা।
পরে বিজিবি ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়া বিওপি টহল দল দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা সাতক্ষীরার তালা উপজেলার শাহাজাদপুর গ্রামের একই পরিবারের সদস্য। জানা গেছে, তারা দুই বছর আগে অবৈধপথে ভারতে গিয়ে নয়াদিল্লিতে অবস্থান করছিলেন। ভারতীয় পুলিশ কাগজপত্র না থাকায় আটক করে তাদের গৌহাটিতে পাঠায় এবং সেখান থেকে পানিহাটা সীমান্ত দিয়ে পুশ-ইন করে।
বিজিবি সূত্র জানিয়েছে, “পুশ-ইন হওয়া ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে আইনি প্রক্রিয়ায় নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হচ্ছে।”
ঘটনার সময় বিজিবি সীমান্তে তাৎক্ষণিক সতর্কতা জারি করে। পুরো বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগ দেখা দিয়েছে।
মারিয়া