
ছবি: জনকণ্ঠ
সাতক্ষীরা জেলায় টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে শহর ও আশপাশের এলাকায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
মূল সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো অপরিকল্পিতভাবে গড়ে ওঠা মাছের ঘের। এসব ঘেরের জন্য প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। শহরের বিভিন্ন খাল, বিল ও ড্রেনেজ সিস্টেম মাটি ও কাদায় ভরে কার্যত অকেজো হয়ে পড়েছে।
বহু জায়গায় দেখা যাচ্ছে, উঁচু বেড়া দিয়ে তৈরি ঘেরের কারণে আশপাশের বাসাবাড়ি ও রাস্তায় পানি আটকে থাকছে। ফলে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে যাচ্ছে।
সাতক্ষীরা পৌরসভার অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ড যেমন কামালনগর, কাটিয়া, রাজারবাগান, তালতলা ও মাগুরা রোড এলাকাগুলোতে পানির উচ্চতা হাঁটু পেরিয়ে গেছে। সাতক্ষীরা পুলিশ লাইন্সে ও পানি জমে গেছে।
রাস্তাঘাটে পানি জমে শিশু, বৃদ্ধ ও রোগীদের চলাচল চরম কষ্টসাধ্য হয়ে উঠেছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছে।
মাঠ-ঘাট, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে চলে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। অনেকেই ঘর থেকে বের হতে পারছে না, আবার অনেকের ঘরের ভেতরেই পানি উঠে গেছে।
সাতক্ষীরাবাসীর দাবি, এসব ঘের ও অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে পানি চলাচলের স্বাভাবিক ব্যবস্থা না করলে এই সমস্যা আরও ভয়াবহ রূপ নেবে।
সাব্বির