
ছবি: জনকণ্ঠ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রঘুনাথপুর থেকে দুগাংগা পর্যন্ত সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে সড়কটি। এতে করে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন কৃষক, শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীরা।
দুগাংগা গ্রামের একজন কৃষক বলেন, “রাস্তার অবস্থা খুবই খারাপ। বাজারে ধান-সবজি নিয়ে যেতে গেলে গাড়ি পাওয়া যায় না, পায়ে হেঁটে যেতে হয়, অনেক কষ্ট হয়।”
রামনগর গ্রামের কলেজছাত্র বলেন, “প্রতিদিন কলেজে যেতে খুব সমস্যায় পড়ি। রাস্তার গর্তে পানি জমে থাকে, কখনও জামা কাপড় নষ্ট হয়, কখনও পড়ে যাই।
স্থানীয়রা জানান, রঘুনাথপুর-দুগাংগা সড়ক দিয়ে দুগাংগা, রামনগর, পলাশতলীসহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। রাস্তার বেহাল অবস্থার কারণে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
এ বিষয়ে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “আমরা এই রাস্তাগুলোর জন্য বরাদ্দ পেলে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
সাব্বির