ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ফুলেল রাজশাহী কলেজ ক্যাম্পাস: এক জীবন্ত চিত্রকর্ম

মোছাঃরোকেয়া সুলতানা, কন্ট্রিবিউটিং রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ০০:৫৩, ১১ জুলাই ২০২৫

ফুলেল রাজশাহী কলেজ ক্যাম্পাস: এক জীবন্ত চিত্রকর্ম

রাজশাহী কলেজ—এটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নয়, বরং ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের সমার্থক এক পরিভাষা। উপমহাদেশের প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম এই কলেজ যেন সময়ের ক্যানভাসে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম—যেখানে প্রতিটি ধূলিকণাও যেন কথা বলে, প্রতিটি ফুলের পাপড়িতেও লুকিয়ে থাকে সৌন্দর্যের সূক্ষ্ম পরিস্ফুটন।

খয়েরি-সাদা রঙের ভবনগুলোকে ঘিরে আছে অনন্ত সবুজের আলিঙ্গন। যেন প্রকৃতি নিজ হাতে খয়েরি দেয়ালে তুলেছেন সবুজের নরম তুলি। আর তার মাঝখানে হৃদয়ের গভীর থেকে ফুটে আছে পদ্মপুকুর—যার বুকজুড়ে শুয়ে আছে সতেজ সবুজ পদ্মপাতা, তারই ফাঁকে ফাঁকে শ্বেতপদ্মের স্নিগ্ধ হাসি। দূর থেকে দেখলে মনে হয়, কোনো নিপুণ চিত্রশিল্পীর তুলিতে আঁকা এক স্বপ্নসৌন্দর্য।

১৮৭৩ সালে প্রতিষ্ঠিত ৩৫ একরের এই সুবিশাল প্রাঙ্গণ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্ত উদ্যান। প্রতিটি কোণেই ফুটে আছে ফুলের মুখ। গ্রীষ্মের রুদ্ররূপ যখন দেশের সর্বত্র বিরক্তি ছড়ায়, তখন রাজশাহী কলেজের আঙিনায় কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, রাঁধাচূড়া, কনকচূড়া, কাঠগোলাপ, বাগানবিলাসী, অপরাজিতা আর রঙ্গনের ফুল ফুটে শিক্ষার্থীদের জন্য নিয়ে আসে এক শীতল স্বস্তি। যেন সূর্য জয়ের পর প্রকৃতিই উপহার দেয় তার বিজয়ের মালা।

এই ফুলেল সৌন্দর্য দেখতে শুধুই শিক্ষার্থীরা নয়, দূর-দূরান্ত থেকেও ছুটে আসেন দর্শনার্থীরা। কলেজের স্বাধীনতা চত্বর, রবীন্দ্র-নজরুল চত্বর, বিরল প্রজাতির গাছের সংরক্ষণ কর্ণার, কিংবা ছায়াময় বৃক্ষের সারি—সব কিছুতেই যেন সাজানো এক অভ্যর্থনার কাব্য।

কলেজের সৌন্দর্যে মুগ্ধ হয়ে দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মায়িশা জেনিথ বলেন,
“পদ্মপুকুরের শ্বেতপদ্ম আর পাখির কোলাহল আমাদের মন ছুঁয়ে যায়। কলেজ যেন ফুলে-ফলে, সবুজে-ছায়ায় আমাদের প্রশান্তির এক নির্ভরযোগ্য ঠিকানা। যার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা যে কাউকে বিমোহিত করে।”

আরবি বিভাগের ২য় বর্ষের আরেক শিক্ষার্থী মারুফ হাসান ইমন জানান,
“রাজশাহী কলেজ আমাদের জন্য শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, বরং এর স্নিগ্ধ সৌন্দর্য, সবুজের সমাহার, ফুলেল সারি—সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ, যা আমাদের শেখায়, ভাবায় এবং প্রতিদিন এক নতুন অনুপ্রেরণা দেয়।”

আজকের রাজশাহী কলেজ শুধুই পাঠদানের নয়, বরং মনন, চিন্তা আর নান্দনিকতার এক মিলনস্থল। এখানে প্রতিটি সকাল আসে এক নতুন রূপে, প্রতিটি বিকেল ডুবে যায় নীরব সৌন্দর্যে। সবুজ, ফুল আর পাখির কলতানে গড়ে ওঠা এই ক্যাম্পাস যেন প্রকৃতির আপন হাতে আঁকা এক জীবন্ত শিল্পকর্ম—যেখানে প্রতিদিনই আঁকা হয় প্রশান্তি ও প্রেরণার এক নতুন ছবি।

Jahan

×