ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ভরা মৌসুমে পদ্মা নদীতে ইলিশ সংকটের কারণ কি 

সোহাগ মিয়া, কন্ট্রিবিউটিং রিপোর্টার, রাজবাড়ী

প্রকাশিত: ০০:৪১, ১১ জুলাই ২০২৫

ভরা মৌসুমে পদ্মা নদীতে ইলিশ সংকটের কারণ কি 

রাজবাড়ীর পদ্মা নদীতে আগের মত আর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। পদ্মার ইলিশ এক সময় রাজবাড়ী দৌলতদিয়া ঘাট থেকে ট্রেনযোগে ভারতে পাঠানো যেত। ইলিশ মাছ ব্যবসায়ীদের ব্যবসা ছিল তখন রমরমা। কালের বিবর্তনে যৌবন হারিয়েছে পদ্মার ইলিশ। 

দীর্ঘ সময় পদ্মা নদীতে ইলিশ শিকারি জেলেরা জাল ফেলে বসে থাকলেও দেখা মিলছে না পদ্মার  ইলিশের।আর এতে করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ইলিশ নির্ভর ২০০ থেকে ২৫০ জেলে পরিবার মানবেতর জীবন যাপন করছে। অনেক জেলেরা এখন অন্য পেশার কাজ খুঁজতে শুরু করেছে। 

বর্ষা মৌসুম শুরুর আগেই এই সময়টিতে অন্য বছর গুলোতে পদ্মায় ইলিশের আনাগোনা থাকতো চোখে পড়ার মত। কিন্তু এ বছরে তেমন পদ্মার ইলিশ দেখা মিলছে না। দীর্ঘ সময়ের জাল পেতে রাখলে দুই একটা উঠলেও পড়তে হয় মৎস্য বিভাগের অভিযানের মুখে। 

জেলে নারায়ন হালদার বলেন, বড় নৌকা চার-পাঁচজন জেলে ও ইলিশ ধরার জাল নিয়ে সারারাত নদীতে কাটালেও ইলিশ মাছ আর আগের মত শিকার করতে পারি না। আগে যেমন ইলিশ পেতাম এখন সেটা ঘুমিয়ে স্বপ্ন দেখি। 

বৈরাগী হালদার বলেন, মহাজন বা আড়ৎদারের কাছ থেকে দাদন নিয়ে নৌকা ঠিকঠাক সহ নৌকার সরঞ্জাম ও জাল কিনেছিলাম। এখন এগুলো শোধ করা আমাদের কাছে কষ্টকর হয়ে গেছে। 

তাছাড়া সারারাত ইলিশ মাছ শিকার করে বাজারে বিক্রি করব এরপরের সংসার চালানো এবং ছেলে মেয়েদের স্কুলে পড়ালেখা করানো। কিছুই করতে পারছি না। খুব ঝামেলার মধ্যে জীবন যাচ্ছে। 

সচেতন সমাজ বলেছেন,মা ইলিশ আহরণ নিষিদ্ধের মৌসুমে এবং ডিম সংরক্ষণের মৌসুমে কিছু দুষ্কৃতিকারী মৌসুমী জেলেরা প্রচুর মা ইলিশ মাছ শিকার করে অস্থায়ী বাজারে বিক্রি করে দেয়। যেমন ইলিশ মাছ আহরণের নিষিদ্ধের মৌসুমে দৌলতদিয়ার অদূরে কলাবাগানে বসে ইলিশের হাট, কাটাখালি, অন্তর মোর, বরাট, তাছাড়া এ জেলার বিভিন্ন ফেরিঘাটে অবৈধভাবে পদ্মার ইলিশ বিক্রি ধুম লাগে। প্রশাসনের জনবল কম থাকায় এ জেলায় তেমন অভিযান চালাতে পারেন না। ফলে ইলিশ ভরা মৌসুমে নদীতে তেমন পাওয়া যায় না। 

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বলেন, ইলিশ মাছ সাধারণত গভীর পানিতে থাকে। পদ্মা এখন বহু ডুবোচর তৈরি হয়েছে। আর নদীর নাব্যতা কমে যাওয়া ইলিশের চলাচল ব্যাহত হচ্ছে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পারলে আবার এই অঞ্চলে ইলিশের উৎপাদন বাড়বে। তাছাড়া সরকারি নিয়মে মা ইলিশ সংরক্ষণে আমরা প্রচুর অভিযান করে থাকি।

আঁখি

×