ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: ২২:০৫, ১০ জুলাই ২০২৫

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। করেছেন তার স্বজনরা।  যুবকের নাম রাজু দাস (২৫)। সে সিলেট নগরীর  গোয়াবাড়ী এলাকার রাখাল দাসের ছেলে। তাদের গ্রামের বাড়ী সুনামগঞ্জের শাল্লা থানার সুদনখল্লি গ্রামে।  পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিার (১০ জুলাই) দুপুর ২টার দিকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হারুন-উর-রশীদ বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই আমাদের ধারনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Jahan

আরো পড়ুন  

×