ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

৫ আগস্ট কারাগার থেকে পলাতক আসামি ফতুল্লা থানা পুলিশ কর্তৃক গ্রেফতার

প্রকাশিত: ১৯:৫২, ১০ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৫৭, ১০ জুলাই ২০২৫

৫ আগস্ট কারাগার থেকে পলাতক আসামি ফতুল্লা থানা পুলিশ কর্তৃক গ্রেফতার

ছবি: জনকণ্ঠ

গত ০৫ আগস্ট ২০২৪ সালে সাড়া দেশে বিরাজমান অরাজক পরিস্থিতিতে দেশের বিভিন্ন কারাগার থেকে কয়েদি পালিয়ে যায়। শেরপুর জেলা কারাগার থেকে ৫১৮ জন কয়েদি বের হয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে রয়েছে। এসব পলাতক কয়েদির গ্রেফতার করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

 

শেরপুর জেলার নকলা থানার মামলা নং-৩, তারিখ- ০৪/০৭/২০২২, জিআর নং-১১৬/২২, ধারা-৪৪৭/৪৪৮/৩২৩/২২৬/ ৩০৭/৩০২/৩৪ পেনাল কোড মূলে শেরপুর জেলা কারাগারে বন্দি চার্জশিটভূক্ত আসামি মোঃ আরিফুল ইসলাম(৩৬), পিতা- আলী হোসেন বেপারি, সাং- শিয়াচর (পূর্ব শিয়াচর লাল খাঁ), হোল্ডিং নং-৭৯, রোড নং-০৩, ওয়ার্ডি নং-০৯, এপি সাং- লামাপাড়া, পো-সস্তাপুর, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ বিকাল ০৪.০০ ঘটিকার সময় শেরপুর জেলা কারাগার হতে পলায়ন করে।

 

 

অতঃপর দীর্ঘদিন পলাতক থাকার পরে অদ্য ১০ জুলাই ২০২৫ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানায় কর্মরত এসআই/সঞ্জিব জোয়াদ্দার উক্ত জেল পলাতক আসামিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার তক্কার মাঠ এলাকা থেকে গ্রেফতার করে।

ছামিয়া

×