ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সুনামগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৭.৮৯%, জিপিএ-৫ পেয়েছে ৪১৮ জন

এস এম মিজান, সুনামগঞ্জ

প্রকাশিত: ১৮:২৯, ১০ জুলাই ২০২৫

সুনামগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৭.৮৯%, জিপিএ-৫ পেয়েছে ৪১৮ জন

২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় সুনামগঞ্জ জেলার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৮৯ শতাংশ। জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে মোট ২১ হাজার ৪২০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪ হাজার ৫৪১ জন, আর অকৃতকার্য হয়েছে ৬ হাজার ৮৭৯ জন।

জেলা প্রশাসনের প্রকাশিত তথ্যমতে, এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪১৮ জন শিক্ষার্থী, যা জেলার শিক্ষা অঙ্গনে একটি ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।

ফলাফলের ভৌগোলিক বিশ্লেষণে দেখা গেছে, শহরাঞ্চলের তুলনায় কিছু গ্রামীণ অঞ্চলের ফলাফলে পিছিয়ে থাকার প্রবণতা রয়েছে। তবে সামগ্রিকভাবে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট মহলে সন্তোষ বিরাজ করছে।

জেলা প্রশাসক এক বিবৃতিতে বলেন, "এই সফলতা কেবল শিক্ষার্থীদের নয়, এটি শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আগামীতে জেলার শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতেই জেলা প্রশাসন কাজ করে যাবে।"

নুসরাত

×