ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৭ কিলোমিটার এলাকায় তীব্র যানজট

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁও , নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৩২, ১০ জুলাই ২০২৫; আপডেট: ১৪:৩৩, ১০ জুলাই ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৭ কিলোমিটার এলাকায় তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লাঙ্গলবন্দ সেতু থেকে মুন্সিগঞ্জের গজারিয়া পর্যন্ত ৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা ও যানবাহনের চালকরা।

মহাসড়কের ঢাকামুখী লেনে লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের দীর্ঘ সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, লাঙ্গলবন্দ সেতুর অবস্থা খুবই খারাপ, ফলে গাড়িগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না—এ কারণেই যানজট দেখা দিয়েছে।

ঢাকাগামী যাত্রী শাহিন আলম জানান, তিনি দীর্ঘ এক ঘণ্টা ধরে মোগরাপাড়ায় যানজটে আটকে আছেন। তিনি বলেন, “গাড়ি নড়াচড়া করছে না। শুনলাম লাঙ্গলবন্দ সেতুর অবস্থা খুব খারাপ।”

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, “লাঙ্গলবন্দ সেতুর অবস্থার অবনতি হওয়ায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। আমাদের পুলিশ সদস্যরা যানজট নিরসনে কাজ করছেন। আশা করি শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।”

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, টানা বৃষ্টির কারণে সড়কের পিচ ও বিটুমিন সরে গিয়ে কয়েকটি স্থানে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। লাঙ্গলবন্দ সেতুর প্রবেশপথে গর্ত হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। সড়ক ও জনপথ বিভাগের একটি দল ঘটনাস্থলে গর্ত মেরামতের কাজ করছে।

সানজানা

×