
ছবি: সংগৃহীত।
কুমিল্লার লালমাইয়ে এক ভুয়া ডাক্তার কে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জেলার লালমাই উপজেলার ভুশ্চি বাজারে ভূয়া ডিগ্রীধারী ডাক্তার আছিয়া খাতুন কে এ অর্থদন্ড প্রদান করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।
আজ ৯ জুলাই বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করে এমবিবিএস ডিগ্রি ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ব্যাতীত প্রতারণামূলক ডা. পদবি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার অপরাধে মোছা: আছিয়া খাতুনকে (৪৩) বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় এ অর্থদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে ডা. পদবি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনাসহ প্রতারণা করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন ওই ভুয়া ডাক্তার।
এসময়ে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাদী, লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র মেডিক্যাল অফিসার ডা. সৈয়দ হাবিবুল ইসলাম এবং ভুশ্চি ফাঁড়ি পুলিশ।
সায়মা ইসলাম