
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও হয়রানিমুক্ত করতে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে স্থানীয় অটো-ভ্যান চালকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ আহাদুজ্জামানসহ স্থানীয় গন্যম্যরা।
সভায় উপস্থিত কুয়াকাটা পৌরসভার প্রায় পাঁচশত অটো-ভ্যান চালকে নিয়ে এই সভায় কুয়াকাটা অটো-ভ্যান চালককে বাধ্যতামুলক পৌরসভার রেজিষ্ট্রেশন, নির্ধারিত কোটি, নাম্বার প্লেট এবং শতভাগ নিরাপত্তা দিয়ে পর্যটকদের ভ্রমন নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় নির্ধারিত পৌর ফি দিয়ে লাইসেন্স নিয়েই পর্যটকদের সেবা দেয়ার সুযোগ পাবেন, প্রশাসক জানায়, পর্যটকদের নিরাপত্তায় আমরা তাদের নির্দিষ্ট আওতায় নিয়ে আসার জন্য এই পরিচয়পত্রের ব্যবস্থা করা হচ্ছে। আশাকরি এই ব্যবস্থা কার্যকর করা হলে পর্যটকদের নিরাপত্তা আরো বৃদ্ধি পাবে।
আঁখি