ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সৈকতের ভয়ংকর রুপেও থামছে না পর্যটকদের আনন্দ 

ইমতিয়াজ মাহমুদ ইমন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ২০:১৩, ৯ জুলাই ২০২৫

সৈকতের ভয়ংকর রুপেও থামছে না পর্যটকদের আনন্দ 

টানা বৃষ্টিপাত সহ সতর্কতা সংকেত থাকার কারণে উত্তাল হয়ে উঠেছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। উত্তাল সাগরের তীব্র ঢেউ এমনভাবে কূলে আচঁড়ে পড়ছে মনে হচ্ছে সুনামি আসতেছে। ঢেউয়ের সাথে বাতাসের গতিবেগ ও তীব্র, বালিয়াড়িতে সবকিছু যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। 

সমুদ্রের এমন আচরণে ও থেমে নেই পর্যটকদের পদচারণা, থেমে নেই অবাধ বিচরন। পর্যটকদের নিরাপদ রাখতে লাইফ গার্ড কর্মীদের বারণ ও শুনছে না কোন কোন পর্যটক। লাইফ গার্ডের বিপদজনক পতাকা পার করে অনেকে নেমে যাচ্ছেন সমুদ্র স্লানে। গতকাল ৮ জুলাই সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু এবং দু'জনের নিখোঁজের ঘটনার পর আজ আরও একজনের মৃত্যদেহ ভেসে আসে।

বৈরী আবহাওয়ায় উত্তাল সত্বেও কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ উপভোগ করছেন পর্যটকরা। সমুদ্র পাড়ে জড়ো হয়েছেন অনেকে। কেউ কেউ উত্তাল সমুদ্রেই গোসলে নেমেছেন। দেশের দক্ষিণাঙ্চলে বৃষ্টি বলয়ের  প্রভাবে পর্যটন নগরী কক্সবাজারে সাগর উত্তাল হয়ে উঠেছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পেয়ে কূলে আঘাত হানছে। 


কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করা  লাইফ গার্ডে কর্মরত মুহিবুল ইসলাম  বলেন, বৃষ্টিবলয়ের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল হয়ে  উঠেছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পেয়ে কূলে আঘাত হানছে। এই পরিস্থিতিতে পর্যটকদের সাগরে গোসলে নামতে নিষেধ করলেও অনেকেই মানছেন না। নাটোর থেকে সমুদ্র দর্শনে আসা পর্যটক দম্পতি আমিনুর রহমান এবং সামিয়া রহমান জানান, কক্সবাজারে এসে আটকে গেছি, এমন প্রতিকূল আবহাওয়ার ফাঁকে পড়ে যাব আগে জানলে যাত্রা বাতিল করতাম।

ঢাকা থেকে আসা অপর পর্যটক সুমেন বড়ুয়া জানান, বৃষ্টির দিনে সমুদ্র অনেক সুন্দর তাই আমি প্রতিবছর বর্ষা মৌসুমে সমুদ্র ভ্রমনে আসি। তিনি আরও বলেন, এইখানে টুরিস্ট পুলিশ এবং লাইফ গার্ডের কর্মীরা সতর্কতা মূলক মাইকিং করছে সমুদ্রে না নামার জন্য তবে কিছু কিছু পর্যটক বাঁধা না মেনে সমুদ্রে নেমে যাচ্ছে। 

টুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, উত্তাল সাগরে গোসলে না নামতে টুরিস্ট পুলিশ পর্যটকদের নিরুৎসাহিত করছে। যারা বারণ না শুনে নেমে যাচ্ছে তাদের জোর করে সৈকত থেকে তুলে দেওয়া হচ্ছে। এদিকে গত এক সপ্তাহধরে কক্সবাজারে চলা ভারী বর্ষন আজ বুধবার ৯ (জুলাই) পর্যন্ত অব্যাহত আছে। জেলার নিম্নাঞ্চল প্লাবিত সহ আবহাওয়া পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে কক্সবাজার।

আঁখি

×