ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বদলগাছীতে বিপুল পরিমাণ গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রানা হামিদ, বদলগাছী, নওগাঁ

প্রকাশিত: ১৬:৪৮, ৯ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৪৩, ৯ জুলাই ২০২৫

বদলগাছীতে বিপুল পরিমাণ গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর বদলগাছী থেকে ১৪.৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বদলগাছী থানাধীন বেগুন জোয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫, জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃত আসামি হলেন—উপজেলার বেগুন জোয়ার গ্রামের মৃত জনাব আলী মণ্ডলের ছেলে মো. সোহরাব হোসেন (৪৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানাধীন বেগুন জোয়ার এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রির সময় র‌্যাব-৫, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে সোহরাবকে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তার দখলে থাকা ১৪.৪ কেজি গাঁজা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত সোহরাব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করত।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।             

 

সানজানা

×