
ছবি: দৈনিক জনকণ্ঠ
কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দী জাল জব্দ করেছে বিজিবি, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
বিজিবি জানায়, দৌলতপুর উপজেলার মানিকের চর ও বাংলাবাজার খারিজাথাক এলাকায় এসব জাল মজুত রাখা হয়েছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৭ জুলাই বিকেলে শুরু হয়ে ৮ জুলাই সকাল পর্যন্ত অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলার ইউএনও মোঃ আব্দুল হাই সিদ্দিকী, মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন এবং বিজিবির সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম।
এ সময় ৮ হাজার ৫০০ কেজি চায়না দুয়ারি জাল, ৩ হাজার ৫০০ কেজি বেহুন্দী জাল, ১৫টি বড় ড্রাম ও ৪ হাজার কেজি জাল তৈরির যন্ত্রাংশ জব্দ করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৪ লাখ টাকা।
পরে ইউএনও-র উপস্থিতিতে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে জড়িত থাকার অভিযোগে তিনজনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বলেন, অবৈধভাবে মাছ ধরার সরঞ্জাম রোধে এ ধরনের অভিযান চলবে।
ফারুক